//
//

কারণমালা অলংকারের সংজ্ঞাসহ উদাহরণ দাও।

কারণমালা

কোনো কারণের কার্য যদি পরবর্তী কোনো কার্যের কারণ হয়ে দাঁড়ায়, তাহলে হয় কারণমালা।

উদাহরণ:

লোভে পাপ পাপে মৃত্যু শাস্ত্রের বচন

অতএব কর সবে লোভ সম্বরণ।

ব্যাখ্যা: লোভ কারণের কার্য পাপ এবং এই পাপ আবার মৃত্যুর কারণ হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!