গূঢ়ার্থ-প্রতীতিমূলক অলংকারের সংজ্ঞাসহ শ্রেণিবিভাগ কর।
গূঢ়ার্থ-প্রতীতিমূলক অলংকার
যে অলংকারে বাক্যের একটি গূঢ় বা অন্তর্নিহিত অর্থ থাকে এবং সেই অর্থ অন্য একটি বাচ্যার্থের আড়ালে থাকে, তাকে বলে গূঢ়ার্থ-প্রতীতিমূলক অলংকার।
গূঢ়ার্থ-প্রতীতিমূলক অলংকারের শ্রেণিবিভাগ
গূঢ়ার্থ-প্রতীতিমূলক অলংকারগুলি হল— অপ্রস্তুত-প্রশংসা, অর্থান্তন্যার, ব্যাজস্তুতি, স্বভাবোক্তি, আক্ষেপ।
Leave a Reply