//
//

পুরুষ কাকে বলে? পুরুষের শ্রেণিবিভাগসহ উদাহরণ দাও।

পুরুষ

ক্রিয়ার কর্তা এবং কর্মের বিশেষ ভাবরূপকেই পুরুষ বলা হয়। ব্যাকরণে পুরুষ বলতে পুরুষ জাতীয় প্রাণীকে বোঝায় না। ‘পুরুষ’ শব্দটি ব্যাকরণে এক বিশেষ অর্থ বহন করে। ক্রিয়ার কর্তা এবং কর্মের বিশেষ ভাবরূপই হল পুরুষ। ভাষায় ব্যবহৃত যাবতীয় বিশেষ্য পদ কোনো না কোনো পুরুষের অন্তর্গত।

পুরুষের শ্রেণিবিভাগ

সংস্কৃত এবং ইংরাজির মত বাংলা বিশেষ্য পদগুলিকে তিনটি পুরুষে ভাগ করা হয়েছে— উত্তম পুরুষ, মধ্যম পুরুষ এবং  প্রথম পুরুষ।

১. উত্তম পুরুষ

কোনো বাক্যের বক্তা নিজে সর্বদাই উত্তম পুরুষ। বক্তা নিজেকে বোঝাতে যে সকল সর্বনাম পদ ব্যবহার করে সেগুলো সব উত্তম পুরুষ।  যেমন— আমি, আমরা, আমাদের ইত্যাদি।

২. মধ্যম পুরুষ

কাউকে কিছু বলবার সময় বক্তা সেই উদ্দিষ্ট ব্যক্তির বা শ্রোতার পরিবর্তে যে সর্বনাম পদ ব্যবহার করে সেই সর্বনামগুলি সব মধ্যম পুরুষ।  যেমন—তুমি, তোমরা, আপনি আপনারা, তুই, তোরা, তোমাকে, আপনাদের ইত্যাদি।

মধ্যম পুরুষের শ্রেণিবিভাগ

মধ্যম পুরুষ তিন প্রকার— সাধারণ মধ্যম পুরুষ, সম্মানসূচক মধ্যপুরুষ এবং  অবজ্ঞাসূচক মধ্যম পুরুষ।

২.ক. সাধারণ মধ্যম পুরুষ

সাধারণ মধ্যম পুরুষের উদাহরণ হল— তুমি, তোমরা, তোমাদের, তোমাকে, ইত্যাদি।

২.খ. সম্মানসূচক মধ্যম পুরুষ

সম্মানসূচক মধ্যম পুরুষ— আপনি, আপনারা, আপনাকে ইত্যাদি।

২.গ. অবজ্ঞাসূচক মধ্যম পুরুষ

অবজ্ঞাসূচক মধ্যম পুরুষ— তুই, তোরা, তোকে ইত্যাদি।

৩. প্রথম পুরুষ

বক্তা যখন সামনে অনুপস্থিত কারও সম্পর্কে কিছু বলে তখন তার নাম বা নামের পরিবর্তে যে সর্বনাম পদ প্রয়োগ করে, সেটি প্রথম পুরুষ।

প্রথম পুরুষের শ্রেণিবিভাগ

প্রথম পুরুষ সর্বনাম দুই প্রকার— সাধারণ প্রথম পুরুষ, সম্মানসূচক প্রথম পুরুষ।

৩.ক. সাধারণ প্রথম পুরুষ

সাধারণ প্রথম পুরুষ— সে, তারা, তাহারা।

৩.খ. সম্মানসূচক প্রথম পুরুষ

সম্মান সূচক প্রথম পুরুষ— তিনি, তারা, তাহারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!