//
//

বিষম অলংকারের সংজ্ঞাসহ উদাহরণ দাও।

বিষম

কারণ ও কার্যের মধ্যে বৈষম্য দেখা দিলে কিংবা বিসদৃশ বস্তুর একত্র সমাবেশ হলে বিষম অলংকার হয়।

উদাহরণ-১:

সুখের লাগিয়া    এ ঘর বাধিনু

অনলে পুড়িয়া গেল।

ব্যাখ্যা: এখানে কারণ সুখের জন্য ঘর বাঁধা, কার্য-সেই ঘর অনলে পুড়ে যাওয়া। অর্থাৎ এখানে কার্য-কারণ বৈষম্য ঘটেছে। কারণ যা চেয়েছে (সুখের ঘর), তার পরিবর্তে অবাঞ্ছিত ফল ঘটেছে। ঘরটি অনলে পুড়ে যাওয়ার দুঃখ পাওয়া। তাই এটি বিষম অলংকার।

উদাহরণ-২:

মাটিতে যাদের ঠেকে না চরণ

মাটির মালিক তাহারাই হন।

ব্যাখ্যা: এখানে কারণ মাটিতে চরণ না ঠেকা, কার্য মাটির মালিক হওয়া। অর্থাৎ এখানে কারণ ও কার্যে অসঙ্গতি আছে। কারণ এখানে দুটি অসঙ্গতিমূলক ঘটনার মিলন ঘটেছে। যার মাটির সঙ্গে কোনো সম্পর্ক নেই সেই মাটির মালিক হয়েছে। এই অসঙ্গতির জন্য এখানে বিষম অলংকার হয়েছে।

Publication date:
Author: Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!