যমক অলংকার কাকে বলে? এর সংজ্ঞাসহ শ্রেণিবিভাগ করো।
যমক
বাক্যের মধ্যে একই শব্দ একই স্বরধ্বনিসমেত ভিন্ন ভিন্ন অর্থে একাধিকবার ব্যবহৃত হলে যমক অলংকার হয়।
উদাহরণ:
কমলাসনে কমলাসনে কমলাপতি বিহার।
ব্যাখ্যা: এখানে ‘কমলাসনে’ শব্দটি দু বার ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। প্রথম কমলাসনে শব্দের অর্থ কমল অর্থাৎ পদ্মের আসনে এবং দ্বিতীয় কমলাসনে শব্দের অর্থ লক্ষীর সঙ্গে।
যমকের শ্রেণিবিভাগ
যমক চার প্রকার— আদ্য যমক, মধ্য যমক, অন্ত্য যমক, সর্ব যমক।
আদ্য যমক
বাক্যের আদিতে যমক অলংকার হলে তাকে আদ্য যমক বলে।
উদাহরণ:
ভারত ভারতখ্যাত আপনার গুণে।
ব্যাখ্যা: এখানে ভারত শব্দটি দুবার ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। প্রথম ভারত বলতে মহাকাব্য মহাভারত এবং দ্বিতীয় ভারত বলতে ভারতবর্ষকে বোঝানো হয়েছে। যেহেতু ভারত শব্দদুটি শব্দের আদিতে রয়েছে তাই এটি আদ্য যমকের উদাহরণ।
মধ্য যমক
বাক্যের মধ্যবর্তী স্থানে যমক হলে মধ্য যমক হয়।
উদাহরণ:
প্রভাকর প্রভাতে প্রভাতে মনোলোভা।
ব্যাখ্যা: এখানে ‘প্রভাতে’ শব্দ ভিন্ন ভিন্ন অর্থে দুইবার ব্যবহৃত হয়েছে। প্রথম প্রভাতে শব্দের অর্থ প্রাতে বা সকালে এবং দ্বিতীয় প্রভাতে শব্দের অর্থ জ্যোতিতে বা কিরণরশ্মিতে। যেহেতু প্রভাতে শব্দদুটি বাক্যের মাঝখানে বসেছে তাই এটি মধ্য যমক।
অন্ত্য যমক
বাক্যের শেষে যমক হলে তাকে অন্ত্য যমক বলে।
উদাহরণ:
আটপনে আধসের কিনিয়াছি চিনি।
অন্যলোকে ভূরা দেয় ভাগ্যে আমি চিনি।।
ব্যাখ্যা: এখানে ‘চিনি’ শব্দটি দুবার ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। প্রথম চিনি শব্দের অর্থ মিষ্টিজাতীয় খাদ্যদ্রব্য, দ্বিতীয় চিনি শব্দের অর্থ জানা বা পরিচিতি। যেহেতু শব্দদুটি বাক্যের শেষে অবস্থিত তাই এটি অন্ত্য যমক।
সর্বযমক
বাক্যের আদি, মধ্য, অন্ত্য সর্বত্র যমক হলে তাকে সর্বযমক বলে।
উদাহরণ:
কান্তার আমোদপূর্ণ কান্ত সহকারে।
কান্তার আমোদপূর্ণ কান্ত সহকারে।।
ব্যাখ্যা: এখানে প্রতিটি শব্দের দুটি করে অর্থ রয়েছে। কান্তার-বনভূমি, দয়িতার, আমোদ-সৌরভ, আনন্দ, কান্ত-বসন্তকাল, প্রেমিক, সহকারে-সমাগমে, সঙ্গে। যেহেতু শব্দগুলি বাক্যের সর্বত্র রয়েছে তাই এটি সর্বযমক।
Leave a Reply