লাচাড়ী ছন্দ কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি উদাহরণসহ আলোচনা কর।
লাচাড়ী
‘‘লাচাড়ী বলে বোঝায় লোকরীতির ছন্দ বা লৌকিক ছন্দরীতি, অর্থাৎ folk Style এর ছন্দ বা folk metre-এর style”। (প্রবোধচন্দ্র সেন)। অর্থাৎ লাচড়ী বিশেষ ভাবে লৌকিক রীতির ছন্দ। মূলত স্বরবৃত্ত/দলবৃত্ত রীতির মাত্রাবিন্যাস দেখা যায় এই ছন্দে। রবীন্দ্রনাথ এই ছন্দকে বলেছেন “বাংলা প্রাকৃত ছন্দ”। তাঁর মন্তব্য— “এ ছন্দ মেয়েদের মেয়েলি আলাপ, ছেলেদের প্রলাপের বাহনগিরি করে এসেছে।”
অনেকে দীর্ঘ ত্রিপদীকে লাচাড়ী বলেছেন। কিন্তু প্রকৃতপক্ষে লাচাড়ী ও ত্রিপদী ভিন্ন গোত্রের ছন্দ। পয়ার ত্রিপদী সাধুরীতির ছন্দ। পয়ারের মাত্রা—১+৪, ত্রিপদীর ৮+৮+৮ অর্থাৎ ২+২ বা মহাপয়ার ৮+৮+১০ অর্থাৎ ২+৬। কিন্তু লাচাড়ী সাধারণত ৪+৪+৪+২ (১) মাত্রার হয়ে থাকে। এই ছন্দে থাকে নাচের তাল ও দ্রুত গতি। ধামালীর সঙ্গে এর পার্থক্য ধামালী কুরুচিপূর্ণ আদিরসাত্মক গানের ছন্দ, কিন্তু লাচাড়ী সুরুচি পূর্ণ ব্রতকথা, মেয়েলি কথা, গান, ছড়া ইত্যাদির ছন্দ।
উদাহরণ
কোথায় পাইবাম | কলসী কইন্যা। কোথায় পাইবাম । দড়ি
তুমি হও | গহীন গাঙ । আমি ডুব্যা। মরি। ৪+৪+৪+২
Leave a Reply