অপহ্নুতি অলংকারের সংজ্ঞাসহ উদাহরণ দাও।
অপহ্নুতি
‘অপহ্নব’ (অপ-হ্ন + অ) শব্দের অর্থ অস্বীকার করা, গোপন করা, যা আছে তা নেই বলে গোপন করা। যে সাদৃশ্যমূলক অলংকারে উপমেয়কে অস্বীকার করে উপমানকে প্রতিষ্ঠা দেওয়া হয়, তাকে অপহূতি অলংকার বলে।
উদাহরণ:
চোখে চোখে কথা নয়গো বন্ধু, আগুনে আগুনে কথা।
ব্যাখ্যা: উপমেয়— চোখ, উপমান— আগুন। এই উক্তিতে চোখকে অস্বীকার করে আগুনকে প্রতিষ্ঠিত করা হয়েছে। তাই এটি অপহ্নুতি অলংকার।
Leave a Reply