//
//

অর্থাপত্তি অলংকারের সংজ্ঞাসহ উদাহরণ দাও।

অর্থাপত্তি

দণ্ডাপূপিকান্যায় অনুসারে অন্য অর্থের আগম হ’লে অর্থাপত্তি অলংকার হয়। দণ্ড = শলাকা, অপূপ = পূলিপিঠা। একটি দণ্ডে কতকগুলি পিঠা গাঁথা (শিককাবাবের মতো) ছিল। জানা গেল মূষিক-মহারাজ স্বয়ং দণ্ডটিকেই সেবা করেছেন। এর থেকে সহজেই বোঝা যায় পিঠাগুলি তারই উদরাসাৎ হয়েছে। এরই নাম দণ্ডাপূপিকান্যায়। ইঁদুরের দণ্ড খাওয়া থেকে যেমন পিঠা খাওয়া বোঝা গেল, তেমনি কোনো অর্থ থেকে ওরই সামর্থ্যের দ্বারা যদি অন্য অর্থ বোঝা যায়, তা’হলে অর্থাপত্তি অলংকার হয়।

উদাহরণ:

তুমিও জননী যদি খড়্গ উঠাইলে,

মেলিলে রসনা, তবে সব অন্ধকার!

ব্যাখ্যা: চৈতন্যারূপা অসীম স্নেহময়ী জগজ্জননী— তার পথ তো হিংসার নয়; এই অস্বাভাবাবিক হিংসা যদি তাঁর পক্ষে সিদ্ধ হয়, ক্ষুদ্রবুদ্ধি মানুষের পক্ষে সে তো সহজেই সিদ্ধ হয়ে যায়। এখানে হিংসাই দুপক্ষের সাধারণধর্ম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!