অসঙ্গতি অলংকারের সংজ্ঞাসহ উদাহরণ দাও।
অসঙ্গতি
কারণ ও কার্যের মধ্যে কোনো সম্পর্ক বা সমন্বয় না থাকলে অসঙ্গতি অলংকার হয়।
উদাহরণ:
একের কপালে রহে আরেক কপাল দহে
আগুনের কপালে আগুন।
ব্যাখ্যা: শিবের ললাটের আগুনে শিবের দহন হওয়ার কথা। কিন্তু শিবের ললাটবহ্নিতে মদন ভস্ম হওয়ার কারণে রতির কপালে আগুন লেগেছে। অর্থাৎ স্বামীকে হারিয়ে তার ভাগ্য বিপর্যয় ঘটেছে। কারণ এবং কাযের্র এই আপাত অসঙ্গতির জন্য এখানে অসঙ্গতি অলংকার হয়েছে।
Leave a Reply