বাংলা রঙ্গমঞ্চের ইতিহাসে ওল্ড প্লে-হাউসের অবদান আলোচনা কর।
ওল্ড প্লে-হাউস (Old Play-House)
কলকাতায় প্রতিষ্ঠিত ইংরেজদের প্রথম নাট্যশালা ওল্ড প্লে-হাউস অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে গড়ে ওঠে। রঙ্গালয়ের সংলগ্ন একটি নাচঘর ছিল। বর্তমান লালবাজার স্ট্রিটের দক্ষিণ-পশ্চিম কোণে সেন্ট এনড্রজ গির্জার অপর পারে এটি তৈরি হয়। এখন সেখানে মার্টিন বার্ন কোম্পানীর অফিস বাড়ি।
এই রঙ্গালয়ের অভিনেতারা সকলেই ‘এ্যামেচার’ ছিলেন। ইংলন্ডের বিখ্যাত নাট্যশিল্পী ডেভিড গ্যারিকের কাছ থেকে এরা পরামর্শ ও সাহায্য পেয়ে থাকতেন।
১৭৫৬ সালের জুন মাসে নবাব সিরাজদৌল্লার কলকাতা আক্রমণের সময় এই রঙ্গালয়টি ধ্বংসপ্রাপ্ত হয়। এই রঙ্গালয়ের অভিনয়ের কোনোরকম সংবাদ পাওয়া যায়নি। কেননা, তখন কোন সংবাদপত্র ছিল না। শুধু মিস্টার উইল-এর আঁকা ১৭৫৩ খ্রিস্টাব্দের কলকাতা মানচিত্রে প্রথম ইংরেজি থিয়েটার ও তার সংলগ্ন নাচঘরের পরিচয় পাওয়া যায়।
Leave a Reply