ধর্মমঙ্গলের কবি সীতারাম দাসের পরিচয় দাও।
সীতারাম দাস
অষ্টাদশ শতকের ধর্মমঙ্গল ধারার আর এক কবি হলেন সীতারাম দাস। কবির আত্মজীবনী থেকে জানা যায় কবির পৈতৃক বাড়ি বর্ধমান জেলার খণ্ডকোষের অন্তর্গত সুখসাগর গ্রামে। তবে কবির জন্মস্থান মাতুলালয়-বাঁকুড়া জেলার ইন্দাস গ্রামে। ইন্দাস গ্রামের পুরোহিত নারায়ণ পণ্ডিতের উৎসাহে কবি কাব্য রচনা করেন। তাঁর কাব্য রচনাকাল ১৬৯৮-৯৯ খ্রিস্টাব্দ।
সীতারাম কাব্যের মধ্যে বিশেষ কোন নতুনত্ব দেখাতে না পারলেও কাহিনি বর্ণনায় সহজ সরল সাবলীলতাকে অবলম্বন করেছেন। যেমন, বৈশাখ মধ্যাহ্নে বনের শোভার মনোরম বর্ণনা—
বৈশাখ সময় তার কুড়চির ফুল।
ঝুপঝুপ ফুল খসে বাতাসে আকুল।।
কাত কাত কাননে হরিণী কালসার।
ক্ষণেক দিবস হয় ক্ষণেক আঁধার।
তথ্যসূত্র:
১. বাংলা মঙ্গলকাব্যের ইতিহাস: আশুতোষ ভট্টাচার্য
২. বাংলা সাহিত্যের ইতিবৃত্ত: অসিত কুমার বন্দ্যোপাধ্যায়
৩. বাঙ্গালা সাহিত্যের ইতিহাস: সুকুমার সেন
Leave a Reply