গদাধর শেঠের বাড়ির নাট্যশালার অবদান আলোচনা কর।
গদাধর শেঠের বাড়ির নাট্যশালা
বড়বাজারে গদাধর শেঠের বাড়ির রঙ্গালয়ে ‘কুলীনকুলসর্বস্ব’ নাটকের অভিনয় হয় ১৮৫৮ খ্রিস্টাব্দের ২২ মার্চ। এই অভিনয়ে বিদ্যাসাগর, নগেন্দ্রনাথ ঠাকুর, কিশোরীমোহন মিত্র প্রমুখ গণ্যমান্য ব্যক্তিসহ প্রায় সাতশো দর্শক উপস্থিত ছিলেন।
কারো কারো মতে, রামজয় বসাকের চাইতে গদাধর শেঠের বাড়ির অভিনয় আরো ভালো হয়েছিল।
Leave a Reply