ধর্মমঙ্গল কাব্যের আদি কবি ময়ূরভট্টের পরিচয় দাও।
ময়ূরভট্ট
ময়ূরভট্টের ধর্মমঙ্গল কাব্য পাওয়া না গেলেও ধর্মমঙ্গল কাব্যের বহু কবি তাকে ধর্মমঙ্গলের আদি কবি বলে উল্লেখ করেছেন। যেমন মানিক গাঙ্গুলি লিখেছেন—
বন্দিয়া ময়ূরভট্ট কবি সুকোমল।
দ্বিজ শ্রীমাণিক ভণে শ্রীধর্মমঙ্গল।।
ধর্মমঙ্গলের শ্রেষ্ঠ কবি ঘনরাম চক্রবর্তীও লিখেছেন— ‘ময়ূরভট্টে বন্দিব সঙ্গীত আদ্যকবি।’
বসন্তকুমার চট্টোপাধ্যায়ের সম্পাদনায় ময়ূরভট্টের রচিত ‘শ্রীধর্মপুরাণ’ বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়েছে। সুকুমার সেনের মতে গ্রন্থটি রামচন্দ্র বাঁড়ুজ্যের রচনা।
তথ্যসূত্র:
১. বাংলা মঙ্গলকাব্যের ইতিহাস: আশুতোষ ভট্টাচার্য
২. বাংলা সাহিত্যের ইতিবৃত্ত: অসিত কুমার বন্দ্যোপাধ্যায়
৩. বাঙ্গালা সাহিত্যের ইতিহাস: সুকুমার সেন
Leave a Reply