ধামালী ছন্দ কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি উদাহরণসহ আলোচনা কর।
ধামালী
মধ্যযুগের তাদিরসাত্মক একপ্রকার ছড়া তথা, গ্রামসাহিত্য তথা লোক সাহিত্যের ছন্দ হল ধামালী। ধামালী দ্রুত লয়যুক্ত একজাতীয় চটুল ছন্দ।
ধামালী শব্দের অর্থ ধাবমান বা দ্রুতগতি। এই ছন্দের প্রথম ব্যবহার দেখা যায় শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে। বড়ু চণ্ডীদাস তাঁর কাব্যে ধামালী শব্দ ব্যবহার করেছেন।
উদাহরণ
আহ্মে দুখমতী নারী আট কপালী।
আঁসিআঁ পড়িআঁ গেলো কাহ্নের ধামালী।।
পরবর্তী কালে শ্রীকৃষ্ণকে নিয়ে যে একপ্রকার চটুল শৃঙ্গাররসাত্মক ছড়া। পদ ও গান লেখা হয়েছিল সেগুলিই ধামালী নামে পরিচিত। এমন কি নদীয়া নাগর গৌরাঙ্গকে নিয়ে লেখা অনুরূপ গানগুলিও ধামালী জাতীয় রচনা।
Leave a Reply