বাংলা রঙ্গমঞ্চের ইতিহাসে নাট্যভারতীর অবদান আলোচনা কর।

নাট্যভারতী

(১৯৩৯-১৯৪৩)

দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডামাডোলল তখন চলছে। ব্লাক-আউট, বোমাতঙ্ক, যুদ্ধের মহড়া, এই সব নিয়ে কলকাতা তখন আতঙ্কিত ও ভীতগ্রস্ত। এই অবস্থায় কলকাতার প্রচলিত রঙ্গালয়গুলিই খুব ভালোভাবে চলছে না, নাট্যাভিনয়ের প্রাবল্যও স্তিমিত হয়ে এসেছে।

এই সময়েই, ১৯৩৯ খ্রিস্টাব্দে রঘুনাথ মল্লিক ‘নাট্যভারতী’ প্রতিষ্ঠা করেন। হ্যারিসন রোডে (বর্তমান মহাত্মা গান্ধী রোড) কলেজ স্ট্রিট মার্কেটের পাশের সিনেমা হলটিকে (বর্তমান গ্রেস সিনেমা) ভাড়া নিয়ে তিনি এখানে নতুন রঙ্গালয় তৈরি করেন।

উদ্বোধন হয় ১৯৩৯-এর ৫ আগস্ট। প্রথম নাটক শচীন সেনগুপ্তের বহু অভিনীত নাটক ‘তটিনীর বিচার’। পরপর কয়েকটি পূর্বে অভিনীত পুরনো নাটক অভিনয়ের পর এখানে অভিনীত হয় নজরুল ইসলামের ‘মধুমালা’ নামে নৃত্যগীতবহুল নাটক। ১৯৩৯-এর ২০ অক্টোবর। তারপর ২৩ ডিসেম্বর অভিনীত হলো শচীন সেনগুপ্তের ‘সংগ্রাম ও শান্তি’। ১৯৪০-এ শচীন সেনগুপ্তের ‘নার্সিং হোম’ (১৩ জুন), জলধর চট্টোপাধ্যায়ের ‘সিঁথির সিঁদুর’ (২৪ আগস্ট) এবং ‘পি-ডবলু-ডি’ (১ অক্টোবর), মনোজ বসুর ‘প্লাবন’ (১৯৪১-এর ২৪ জুলাই) প্রভৃতি কয়েকটি উল্লেখযোগ্য নাটক এখানে অভিনীত হয়।

১৯৪২-এর জানুয়ারি মাসে নাট্যভারতীর মালিক রঘুনাথ মল্লিক থিয়েটারের মালিকানা হস্তান্তর করেন। এবারে মালিক হলেন মুরলীধর চট্টোপাধ্যায়। এবারে মালিক মুরলীধরের নেতৃত্বে থিয়েটার পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন শিশির মল্লিক। নতুন করে থিয়েটার হল সংস্কার করা হয়। বিধিব্যবস্থা এবং আসন নতুন হলো। নতুন মালিক, নতুন ব্যবস্থা, নতুন মঞ্চ এবং নতুন পরিচালনায় এখানে ১৯৪২-এর ২৮ মে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নাটক ‘দুইপুরুষ’ অভিনীত হলো। এই নাটকটি অন্য মঞ্চের মত এখানেও খুবই খ্যাতিলাভ করে। উৎসাহিত হয়ে কর্তৃপক্ষ তারাশঙ্করের ‘পথের ডাক’, শরৎচন্দ্রের ‘দেবদাস’ (নাট্যরূপ: শচীন সেনগুপ্ত) অভিনয় করলো। দুটি নাটকই সেভাবে না চলাতে এবারে নামানো হলো শচীন সেনগুপ্তের ‘ধাত্রীপান্না’। অতিসত্বর নাটকটি জনসম্বর্ধনা লাভ করলো। এই নাটকের প্রভূত সাফল্যে নাট্য ভারতীর আর্থিক অবস্থা ভালো হলো। নাট্যভারতীর খ্যাতি জনমুখে ছড়িয়ে পড়লো।

তা সত্ত্বেও মালিক মুরলীধর চট্টোপাধ্যায় থিয়েটার চালাতে রাজি না থাকায় নাট্যভারতী বরাবরের জন্য বন্ধ হয়ে যায়। সেখানে গড়ে ওঠে বর্তমানের গ্রেস সিনেমা হল। নতুন আগত চলচ্চিত্রের আগ্রাসন নেমে আসে থিয়েটারের ওপর।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!