নিশ্চয় অলংকারের সংজ্ঞাসহ উদাহরণ দাও।
নিশ্চয়
যে সাদৃশ্যমূলক অলংকারে উপমানকে অস্বীকার করে উপমেয়কেই প্রতিষ্ঠা দেওয়া হয়, তাকে বলে নিশ্চয় অলংকার। এই অলংকারে না, নেই, নয়, নহে ইত্যাদি নিষেধমূলক শব্দ ব্যবহৃত হয়।
উদাহরণ:
অসীম নীরদ নয়।
ঐ গিরি হিমালয়।
ব্যাখ্যা: এখানে উপমেয় গিরি ‘হিমালয়’ উপমান ‘অসীম নীরদ’। উপমানকে অস্বীকার করে উপমেয়কেই প্রতিষ্ঠা দেওয়াহয়েছ। তাই এটি নিশ্চয় অলংকার হয়েছে।
Leave a Reply