বাংলা গদ্যে অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা কর।
দেবেন্দ্রনাথ ঠাকুর
বাংলা গদ্যের বিকাশ পর্বে তত্ত্ববোধিনীর প্রতিষ্ঠাতা দেবেন্দ্রনাথের ভূমিকা যথেষ্ট। ধর্ম আন্দোলনে, হিন্দু সমাজের সংস্কারমূলক সংরক্ষণে, শিক্ষাবিস্তারে এমন কি রাজনৈতিক চেতনা প্রসারেও দেবেন্দ্রনাথ এই প্রস্তুতিপর্বে বাঙালি জীবনের অদ্ভূতকর্মাপুরুষ। তাঁর আত্মজীবনীর ভাষায় বাংলা গদ্যের যে অপূর্ব রূপ দেখা যায় তাও অনবদ্য।
ঔপনিষদিক ভক্তিবাদে ঘনিষ্ঠভাবে অনুপ্রবিষ্ট ভক্ত দেবেন্দ্রনাথ সংযত ভক্তির আবেগাতিরেক বর্জিত সহজ পন্থা নিয়েছিলেন। ব্যক্তিগতভাবে ব্রহ্মোপলব্ধি এবং সহজ ভাবে সামাজিক ও পারিবারিক জীবনযাপন তাঁর সাধনার মূল মন্ত্র। তবুও তিনি বাস্তব পরিবেশ সম্বন্ধে উদাসীন ছিলেন না। শিক্ষাপ্রচার, ব্রাহ্ম সমাজে আদর্শ বিস্তার, তত্ত্ববোধিনী পত্রিকার প্রবর্তন এমন কি স্বাদেশিক ব্যাপারেও তিনি সক্রিয় সহযোগিতা করেছিলেন।
তাঁর গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য হল— ‘ব্রাহ্মধর্ম গ্রন্থ’ (১৮৫১), ‘আত্মতত্ত্ববিদ্যা’ (১৮৫২), ‘ব্রাহ্মধর্মের মত ও বিশ্বাস’ (১৮৬০), ‘কলিকাতা ব্রাহ্মসমাজের বক্তৃতা’ (১৮৬২), ‘জ্ঞান ও ধর্মের উন্নতি’ (১৮৯৩), ‘পরলোক ও মুক্তি’ (১৮৯৫) ইত্যাদি।
দেবেন্দ্রনাথের শ্রেষ্ঠ রচনা তাঁর আত্মজীবনী ১৮৯৪ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। গ্রন্থকারের প্রথম বাংলা রচনা ‘ব্রাহ্মধর্ম গ্রন্থ’ (১৮৫০)। তত্ত্ববোধিনী পত্রিকায় যে সব প্রবন্ধ ও উপদেশ প্রভৃতি প্রকাশিত হয় তা গ্রথিত হয় ‘আত্মতত্ত্ব বিদ্যা’য় (১৮৫২)।
দেবেন্দ্রনাথের গদ্যরীতির বৈশিষ্ট্য
১) তিনি বেদ-বেদান্ত ও উপনিষদ ব্যাখ্যা বিশ্লেষণে যে সহজ বুদ্ধিগ্রাহ্য ভাষা ব্যবহার করেছেন তা থেকে বোঝা যায় তার মনটি ছিল বিশুদ্ধ সাহিত্যরসিকের! ধর্ম ও সাধনার জগতের অধিবাসী হলেও তাঁর কলমে রস বর্ষণ করত। তাঁর ভাষারীতি তাঁর চরিত্রের মতোই পবিত্র, উজ্জ্বল ও সাত্ত্বিক গুণময়।
২) তিনিই বাংলায় ভাবুকতার ধারায় গদ্য (Reflective prose) প্রথম রচনা করেন, আর সে ধারায় তাঁর তুলনা নেই। অজিতকুমার চক্রবর্তী তাঁর গদ্য ভাষা সম্বন্ধে বলেছেন, “ভাষাটি যেন অতি যত্নে কুঁদিয়া তোলা মৰ্ম্মর মূর্তির মত।” (মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, ১৯৯৬, পৃ.-৭৩৩)।
৩) বাংলা সাহিত্যে দেবেন্দ্রনাথ হিন্দু জাতীয়তাবাদের ক্ষেত্রে যে ভূমিকা রেখে গেছেন তা খ্রিস্টানদের প্রতিপক্ষ নন কিন্তু অক্ষয়কুমার বিদ্যাসাগরের প্রতিপক্ষ।
৪) তাঁর গদ্যের যে সাবলীল সুর যা ভারতবর্ষে চিরদিনকার—রবীন্দ্রনাথের পক্ষে এটি তার পৈতৃক সম্পদ। যেমন— “অনেক বস্তু কখনও এক হইতে পারে না এবং এক বস্তুও কখনও অনেক হইতে পারে না।” (আত্মতত্ত্ব বিদ্যা)।
৫) ভ্রমণ সাহিত্যের ক্ষেত্রে অধ্যাত্মবোধ স্থায়ী সুর হলেও প্রাকৃতিক সৌন্দর্য উপলব্ধিতে তাঁর ভাষা ছিল গভীর ও ব্যঞ্জনাময়।
৬) ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে বঙ্কিম ও হরপ্রসাদ শাস্ত্রী প্রভৃতি গদ্য গুরুদের ভাষায় ও বানানে যে অনিশ্চয়তা কিংবা সাধু ও চলিত পদের যে মিশ্রণ দেখা যায় সে তুলনায় দেবেন্দ্রনাথ ঠাকুরের দোষমুক্ত। যেমন— “যদি পরমাত্মাকে কেবল জীবাত্মা সকলের সমষ্টি করিয়া বলা যায়, তবে জীবাত্মা সকল ভিন্ন আর পরমাত্মা নাই এই বলা হয়। যেমন পার্থিব পরমাণুপুঞ্জকেই পরমাত্মারূপে কেবল স্বীকার করা যায়, তবে পার্থিব পরমাণু ভিন্ন যেমন পৃথিবীর পৃথক সত্তা নাই তদ্রুপ জীবাত্মা সকল ভিন্ন যে আর পরমাত্মার পৃথক সত্তা নাই, এই বলা হয়।” (আত্মতত্ত্ব বিদ্যা)
৭) সুকুমার সেন বলেছেন, “পত্রাবলীতে এবং স্বরচিত জীবনচরিতে দেখিতে পাই যে অক্ষয়কুমার বিদ্যাসাগরের সমান্তরালে দেবেন্দ্রনাথ অজ্ঞাতসারে বাঙ্গালা গদ্যের নিজস্ব সরল স্টাইল নির্মাণ করিতেছেন।” (বাঙ্গালা সাহিত্যের ইতিহাস, পৃ.২০)
ক। তাঁর গদ্যরীতির সহজ সৌন্দর্যের পরিচয় পাওয়া যায় একটি চিঠিতে— “এই পর্বতের চূড়ার উপরে এই প্রাতঃকালের সূর্যের কিরণ অতি মধুর বোধ হইতেছে। মনে হইতেছে যে এই সময়ে আপনার মুখ হইতে এই গানটি শুনিতে পাইলে স্বর্গীয় আনন্দ অনুভব করিতাম।”
খ। অন্যদিকে গম্ভীর ভাবদ্যোতক গদ্যরীতির পরিচয়, “ভূলোকে দ্যুলোকে, আকাশে অন্তরীক্ষে, উষাকালে সন্ধ্যাকালে, শুদ্ধাবান একনিষ্ঠ বীরেরা সেই স্বপ্রকাশ আনন্দ স্বরূপ অমৃত স্বরূপ পরমেশ্বরকে দৃষ্টি করেন।”
৮) রবীন্দ্রনাথ দেবেন্দ্রনাথের ভাষা ও রচনাশক্তির অন্তর্নিহিত শক্তি ও সুসামঞ্জস্য লক্ষ, করে লিখেছেন— “নূতন ইংরেজি শিক্ষার ঔদ্ধত্যের দিনে শিশু বঙ্গভাষাকে বহু যত্নে। কৈশোরে উত্তীর্ণ করিয়া দিয়াছেন।” (চারিত্রপূজা, বিশ্বভারতী—১৩০১, পৃঃ ৮৭)
দেবেন্দ্রনাথ ঠাকুরের কৃতিত্ব
বাংলা সাহিত্যে ধর্ম বা তত্ত্বমূলক প্রবন্ধ দেবেন্দ্রনাথের পূর্বে রামমোহন রায়, কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় প্রভৃতি লেখকরা রচনা করলেও দেবেন্দ্রনাথের প্রবন্ধগুলি নিছক তত্ত্বধর্মী না হয়ে সাহিত্যগুণ সমৃদ্ধ হয়ে উঠেছে। ধর্মীয় বিষয়কে ব্যাখ্যা করার জন্য তাঁর পূর্বসূরিগণ যেখানে শাস্ত্রবাক্য উদ্ধার করেছেন দেবেন্দ্রনাথ সেখানে তার অন্তরের স্বরূপ দিয়ে শাস্ত্রকে ব্যাখ্যা করেছেন। ফলে তাঁর প্রবন্ধে স্বাভাবিক ভাবেই এসেছে শান্ত সমাহিত ভাব ও সহজ সাবলীল প্রকাশ। দেবেন্দ্রনাথের সহজাত কবিমন তাঁর আধ্যাত্মিক অনুভূতিকে সবসময় সক্রিয় ও রসসিক্ত করে রাখত। তাই তিনি অতীন্দ্রিয় জগতে বিহার করে মর্ত্যলোকের সৌন্দর্যসাগরে অবগাহন করেছেন। সেজন্য সমালোচক আশুতোষ ভট্টাচার্য বলেছেন, “সৌন্দর্যবোধ হইতেই তাহার আধ্যাত্মিকবোধের প্রেরণা আসিয়াছিল বালিয়া তাহার আধ্যাত্মিক বিষয়ের আলোচনাও এমনভাবে রস-শিল্পের নিপুণ স্পর্শে সঞ্জীবিত হইয়া উঠিয়াছে।”
তাঁর আত্মকথার ভাষার ঘরোয়া সুর লক্ষ করবার মতো। যেমন, “দিদিমা আমাকে বড় ভালবাসিতেন। শৈশবে তাহাকে ব্যতীত আমিও আর কাহাকেও জানিতাম না। আমার শয়ন, উপবেশন, ভোজন, সকলই তাহার নিকট হইত। তিনি কালীঘাট যাইতেন, আমি তাহার সহিত যাইতাম। তিনি যখন আমাকে ফেলে জগন্নাথ ক্ষেত্রে ও বৃন্দাবনে গিয়েছিলেন, তখন আমি বড়ই কঁদিতাম।” বাংলা সাহিত্যে ভাবের গাম্ভীর্য অনুযায়ী ভাষাগত প্রাঞ্জলতা ও সরসতা সাধনে কুমার ও বিদ্যাসাগরের মতপ দেবেন্দ্রনাথের কৃতিত্বও অস্বীকার করা যায় না। তাই সমালোচক অধীর দে প্রাবন্ধিক হিসাবে তাঁর কৃতিত্বের মূল্যায়ন করতে গিয়ে লিখেছেন— “দেবেন্দ্রনাথের বলিষ্ঠ, প্রখর ব্যক্তিত্বের ন্যায় তাহার ভাষারও একটি রাজকীয় আভিজাত্য ছিল। …প্রবন্ধ রচনার বিষয় ও ভাবের বলিষ্ঠতার সহিত ভাষার স্বচ্ছতা, দৃঢ়তা ও সরস প্রভৃতি গুণগুলির প্রত্যেকটি দেবেন্দ্রনাথের রচনার মধ্যে লক্ষ্য করা যায়।”
বাংলা প্রবন্ধরীতির বিকাশে ও গদ্যরীতির ক্রমবিকাশে দেবেন্দ্রনাথ ঠাকুরের এই স্বাতন্ত্র্য অস্বীকার করার কোন উপায় নেই।
তথ্যসূত্র:
বাঙ্গালা সাহিত্যের কথা – সুকুমার সেন | Download |
বাঙ্গালা সাহিত্যের ইতিহাস – সুকুমার সেন (১ম খণ্ড) | Download |
বাঙ্গালা সাহিত্যের ইতিহাস – সুকুমার সেন (২য় খণ্ড) | Download |
বাঙ্গালা সাহিত্যের ইতিহাস – সুকুমার সেন (৩য় খণ্ড) | Download |
বাঙ্গালা সাহিত্যের ইতিহাস – সুকুমার সেন (৪র্থ খণ্ড) | Download |
বাঙ্গালা সাহিত্যের ইতিহাস – সুকুমার সেন (৫ম খণ্ড) | Download |
বাংলা সাহিত্যের ইতিকথা (১ম) – ভূদেব চৌধুরী | Download |
বাংলা সাহিত্যের ইতিকথা (২য়) – ভূদেব চৌধুরী | Download |
বাংলা সাহিত্যের সংক্ষিপ্ত ইতিবৃত্ত – অসিতকুমার বন্দ্যোপাধ্যায় | Download |
বাংলা সাহিত্যের ইতিবৃত্ত (১ম) – অসিতকুমার বন্দ্যোপাধ্যায় | Download |
বাংলা সাহিত্যের ইতিবৃত্ত (২য়) – অসিতকুমার বন্দ্যোপাধ্যায় | Download |
বাংলা সাহিত্যের ইতিবৃত্ত (৩য়) – অসিতকুমার বন্দ্যোপাধ্যায় | Download |
বাংলা সাহিত্যের নানাদিক – ব্রজেন্দ্রনাথ ভট্টাচার্য | Download |
বাংলা সাহিত্যের সংক্ষিপ্ত ইতিহাস – ভূদেব চৌধুরী | Download |
বাংলা সাহিত্যের ইতিহাস – নির্মলেন্দু দাশ | Download |
বাংলা সাহিত্যের ইতিহাস – আশুতোষ ভট্টাচার্য | Download |
বাংলা সাহিত্যের খসড়া – প্রিয়রঞ্জন সেন | Download |
বাংলা সাহিত্যের ভূমিকা – নন্দগোপাল সেনগুপ্ত | Download |
বাংলা সাহিত্যের কথা – নিত্যানন্দবিনোদ গোস্বামী | Download |
বাংলা সাহিত্যের ইতিহাস (আদি ও মধ্যযুগ) – তুষারকান্তি মহাপাত্র | Download |
প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিকথা – আজাহার ইসলাম | Download |
প্রাচীন বাঙ্গালা সাহিত্যের ইতিহাস – তমোনশ চন্দ্র দাশগুপ্ত | Download |
প্রাচীন বাঙ্গালা সাহিত্যের প্রাঞ্জল ইতিহাস – দেবেন্দ্রকুমার ঘোষ | Download |
মধ্য যুগের কবি ও কাব্য – শঙ্করীপ্রসাদ বসু | Download |
বাংলা সাহিত্যের বিকাশের ধারা – শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় | Download |
বাংলা সাহিত্যের ইতিহাস – আশুতোষ ভট্টাচার্য | Download |
বাঙলা সাহিত্যের রূপরেখা (১ম খণ্ড) – গোপাল হালদার | Download |
বাঙলা সাহিত্যের রূপরেখা (২য় খণ্ড) – গোপাল হালদার | Download |
বাংলা সাহিত্যের ইতিহাস (১-৪) প্রাচীন পর্যায় – নিখিলেশ পুরকাইত | Download |
বাংলা সাহিত্য পরিচয় (প্রাচীন ও মধ্যযুগ) – পরেশচন্দ্র ভট্টাচার্য | Download |
প্রাচীন ও মধ্য যুগ – গোপাল হালদার | Download |
হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা | Download |
চর্যাগীতি-পদাবলী – সুকুমার সেন | Download |
চর্যাগীতি পরিক্রমা – নির্মল দাশ | Download |
চর্যাগীতির ভূমিকা – জাহ্নবীকুমার চক্রবর্তী | Download |
চর্যাগীতি পরিচয় – সত্যব্রত দে | Download |
মধ্য যুগের কবি ও কাব্য – শঙ্করীপ্রসাদ বসু | Download |
মধ্য যুগে বাংলা সাহিত্যের তথ্য ও কালক্রম – সুখময় মুখোপাধ্যায় | Download |
চণ্ডীমঙ্গল – সুকুমার সেন | Download |
কবি ভারতচন্দ্র – শঙ্করীপ্রসাদ বসু | Download |
চণ্ডীদাস ও বিদ্যাপতি – শঙ্করীপ্রসাদ বসু | Download |
জ্ঞানদাস ও তাহার পদাবলী – বিমানবিহারী মজুমদার | Download |
চণ্ডীদাসের পদাবলী – বিমানবিহারী মজুমদার | Download |
গোবিন্দদাসের পদাবলী ও তাহার যুগ – বিমানবিহারী মজুমদার | Download |
পাঁচশত বৎসরের পদাবলি – বিমানবিহারী মজুমদার | Download |
বৈষ্ণব রসপ্রকাশ – ক্ষুদিরাম দাস | Download |
বৈষ্ণব কবি প্রসঙ্গে – দেবনাথ বন্দ্যোপাধ্যায় | Download |
বৈষ্ণব রস-সাহিত্য – খগেন্দ্রনাথ মিত্র | Download |
ভারতের শক্তি-সাধনা ও শাক্ত সাহিত্য – শ্রীশশিভূষণ দাশগুপ্ত | Download |
শাক্ত পদাবলী – শ্রীঅমরেন্দ্রনাথ রায় | Download |
শাক্তপদাবলী ও শক্তিসাধনা – শ্রীজাহ্নবীকুমার চক্রবর্তী | Download |
শাক্ত পদাবলী – ধ্রুবকুমার মুখোপাধ্যায় | Download |
শ্রীচৈতন্যভাগবত – শ্রীবৃন্দাবন দাস ঠাকুর | Download |
চণ্ডীমঙ্গল – সুকুমার সেন | Download |
কবিকঙ্কণ চণ্ডী – মুকুন্দরাম চক্রবর্তী | Download |
চণ্ডীমঙ্গল বোধিনী – চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় | Download |
চণ্ডীমঙ্গল – বিজন বিহারী ভট্টাচার্য | Download |
চণ্ডীমঙ্গল – শ্রীঅনিল বরণ গঙ্গোপাধ্যায় | Download |
ভারতচন্দ্রের অন্নদামঙ্গল – জয়িতা দত্ত | Download |
ভারতচন্দ্রের অন্নদামঙ্গল – শ্রীব্রজেন্দ্রনাথ ভট্টাচার্য | Download |
অন্নদামঙ্গল – রায়গুণাকর ভারতচন্দ্র | Download |
ভারতচন্দ্র – মদনমোহন গোস্বামী | Download |
কবি ভারতচন্দ্র – শঙ্করীপ্রসাদ বসু | Download |
বাঙলা মঙ্গলকাব্যের ইতিহাস – শ্রীআশুতোষ ভট্টাচার্য | Download |
বাংলা সাহিত্যের ইতিহাস – আশুতোষ ভট্টাচার্য | Download |
বাঙলা সাহিত্যের রূপরেখা (১ম খণ্ড) – গোপাল হালদার | Download |
বাঙলা সাহিত্যের রূপরেখা (২য় খণ্ড) – গোপাল হালদার | Download |
বাংলা সাহিত্যের সংক্ষিপ্ত ইতিবৃত্ত – অসিতকুমার বন্দ্যোপাধ্যায় | Download |
মধ্য যুগের কবি ও কাব্য – শঙ্করীপ্রসাদ বসু | Download |
পাঁচশত বৎসরের পদাবলি – বিমানবিহারী মজুমদার | Download |
বৈষ্ণব রসপ্রকাশ – ক্ষুদিরাম দাস | Download |
বৈষ্ণব কবি প্রসঙ্গে – দেবনাথ বন্দ্যোপাধ্যায় | Download |
আধুনিক বাংলা কবিতা – বুদ্ধদেব বসু | Download |
আধুনিক বাংলা কবিতা: বিচার ও বিশ্লেষণ – জীবেন্দ্র সিংহ রায় | Download |
আধুনিক বাংলা কবিতা – আবু সায়ীদ আইয়ুব | Download |
আধুনিক কবিতার ভূমিকা – সঞ্জয় ভট্টচার্য | Download |
আধুনিক কবিতার দিগবলয় – অশ্রুকুমার শিকদার | Download |
বাংলা সাহিত্যের বিকাশের ধারা – শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় | Download |
বাংলা কাব্য-সাহিত্যের কথা – কনক বন্দ্যোপাধ্যায় | Download |
আধুনিক বাংলা কাব্য (১ম পর্ব) – তারাপদ মুখোপাধ্যায় | Download |
আধুনিক বাংলা কাব্যপরিচয় – দীপ্তি ত্রিপাঠী | Download |
বাংলা কবিতার নবজন্ম – সুরেশচন্দ্র মৈত্র | Download |
বাংলা সাহিত্যে গদ্য – সুকুমার সেন | Download |
বাংলা সাহিত্যের নবযুগ – শশিভূষণ দাশগুপ্ত | Download |
আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাস – ক্ষেত্র গুপ্ত | Download |
বাংলা গদ্যরীতির ইতিহাস – অরুণকুমার মুখোপাধ্যায় | Download |
বাংলা গদ্যের শিল্পী সমাজ – অরুণকুমার মুখোপাধ্যায় | Download |
সাহিত্য-সন্ধান – অরুণকুমার মুখোপাধ্যায় | Download |
বাংলা গদ্য সাহিত্যের ইতিহাস – জহরলাল বসু | Download |
বাংলা গদ্যসাহিত্যের ইতিহাস – সজনীকান্ত দাশ | Download |
বাংলা গদ্যের পদাঙ্ক – প্রমথনাথ বিশী | Download |
আধুনিক বাংলা প্রবন্ধ সাহিত্যের ধারা – অধীর দে | Download |
বাংলা গদ্যের চারযুগ – শ্রীমনোমোহন ঘোষ | Download |
বাংলা কবিতার নবজন্ম – সুরেশচন্দ্র মৈত্র | Download |
আধুনিক বাংলা কবিতা – বুদ্ধদেব বসু | Download |
আধুনিক বাংলা কবিতা: বিচার ও বিশ্লেষণ – জীবেন্দ্র সিংহ রায় | Download |
আধুনিক বাংলা কবিতা – আবু সায়ীদ আইয়ুব | Download |
আধুনিক কবিতার ভূমিকা – সঞ্জয় ভট্টচার্য | Download |
আধুনিক কবিতার দিগবলয় – অশ্রুকুমার শিকদার | Download |
বাংলা কাব্য-সাহিত্যের কথা – কনক বন্দ্যোপাধ্যায় | Download |
আধুনিক বাংলা কাব্য (১ম পর্ব) – তারাপদ মুখোপাধ্যায় | Download |
আধুনিক বাংলা কাব্যপরিচয় – দীপ্তি ত্রিপাঠী | Download |
ঊনবিংশ শতাব্দীর বাংলা গীতিকাব্য – অরুণকুমার মুখোপাধ্যায় | Download |
রবীন্দ্রানুসারী কবিসমাজ – অরুণকুমার মুখোপাধ্যায় | Download |
সমালোচনা সাহিত্য পরিচয় – শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় | Download |
শকুন্তলা ও সীতার বনবাস – উজ্জ্বলকুমার মজুমদার | Download |
বাংলা ছন্দ – শশিভূষণ ভট্টাচার্য | Download |
ছন্দ-তত্ত্ব ও ছন্দ বিবর্তন – তারাপদ ভট্টাচার্য | Download |
ছন্দ-জিজ্ঞাসা – প্রবোধচন্দ্র সেন | Download |
ছন্দ – প্রবোধচন্দ্র সেন | Download |
বাংলা পদাবলীর ছন্দ – আনন্দমোহন বসু | Download |
বাংলা ছন্দের মূলসূত্র – অমূল্যধন মুখোপাধ্যায় | Download |
আধুনিক বাংলা ছন্দ (১ম পর্ব) – নীলরতন সেন | Download |
আধুনিক বাংলা ছন্দ (২য় পর্ব) – নীলরতন সেন | Download |
নূতন ছন্দ পরিক্রমা – প্রবোধচন্দ্র সেন | Download |
ছন্দ – আবদুল মান্না সৈয়দ | Download |
বাংলা ছন্দ – শ্রীসুধীভূষণ উট্টাচার্য | Download |
বাংলা কবিতার ছন্দ – শ্রীমোহিতলাল মজুমদার | Download |
আধুনিক বাংলা কবিতা: বিচার ও বিশ্লেষণ – জীবেন্দ্র সিংহ রায় | Download |
ছন্দ ও অলংকার – অতীন্দ্র মজুমদার | Download |
ছন্দ ও অলংকার – অজয় কুমার চক্রবর্তী | Download |
বাংলা অলংকার – জীবেন্দ্র সিংহ রায় | Download |
অলংকার-চন্দ্রিকা – শ্যামাপদ চক্রবর্তী | Download |
আধুনিক বাংলা প্রবন্ধ সাহিত্যের ধারা – অধীর দে | Download |
বাংলা গদ্যরীতির ইতিহাস – অরুণকুমার মুখোপাধ্যায় | Download |
বাংলা গদ্যের শিল্পী সমাজ – অরুণকুমার মুখোপাধ্যায় | Download |
বাংলা গদ্যসাহিত্যের ইতিহাস – সজনীকান্ত দাশ | Download |
চিন্তানায়ক বঙ্কিমচন্দ্র – ভবতোষ দত্ত | Download |
বঙ্কিম-প্রসঙ্গ – সুরেশচন্দ্র সমাজপতি | Download |
রামেন্দ্রসুন্দর জীবন-কথা – শ্রীআশুতোষ বাজপেয়ী | Download |
বুদ্ধদেব বসু: স্রস্টা ও সৃষ্টি – ধ্রুবকুমার মুখোপাধ্যায় | Download |
আধুনিক বাংলা প্রবন্ধ সাহিত্যের ধারা – অধীর দে | Download |
বাংলা গদ্যরীতির ইতিহাস – অরুণকুমার মুখোপাধ্যায় | Download |
বাংলা উপন্যাসের কালান্তর – সরোজ বন্দোপাধ্যায় | Download |
বঙ্গসাহিত্যে উপন্যাসের ধারা – শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় | Download |
সমালোচনা-সাহিত্য-পরিচয় – শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় | Download |
চিন্তানায়ক বঙ্কিমচন্দ্র – ভবতোষ দত্ত | Download |
বাংলা নাটকের ইতিহাস – অজিত কুমার ঘোষ | Download |
বাংলা নাটকের ইতিবৃত্ত – হেমেন্দ্রনাথ দাশগুপ্ত | Download |
বাংলা নাট্য সাহিত্যের ইতিহাস (১ম খণ্ড) – আশুতোষ ভট্টাচার্য | Download |
বাংলা নাট্য সাহিত্যের ইতিহাস (২য় খণ্ড) – আশুতোষ ভট্টাচার্য | Download |
সামাজিক নাটকের বিবর্তন – আশুতোষ ভট্টাচার্য | Download |
নাট্য সাহিত্যের আলোচনা ও নাটক বিচার – সাধনকুমার ভট্টাচার্য | Download |
উনিশ শতকের সমাজ আন্দোলন ও বাংলা নাটকের আদিপর্ব – শম্ভুনাথ বীট | Download |
শত বছরের বাংলা নাটকে নারীর অবস্থান – সুনীতি বিশ্বাস | Download |
বাংলা নাটকের বিবর্তন – সুরেশচন্দ্র মৈত্র | Download |
বাংলা সাহিত্যে নাটকের ধারা – বৈদ্যনাথ শীল | Download |
রবীন্দ্র নাটকের ভারধারা – মনোরঞ্জন জানা | Download |
রবীন্দ্র-নাটক-প্রসঙ্গ | Download |
রবীন্দ্র নাট্যধারা – আশুতোষ ভট্টাচার্য | Download |
দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন বাংলা নাটক ও নাট্যশালা – সুপ্রভাত চক্রবর্তী | Download |
দেশাত্মবোধক ও ঐতিহাসিক বাংলা নাটক – প্রভাত কুমার গোস্বামী | Download |
উনিশ শতকের দর্পণ নাটক – প্রভাতকুমার গোস্বামী | Download |
রবীন্দ্র নাট্য-পরিক্রমা – উপেন্দ্রনাথ ভট্টাচার্য | Download |
বাংলা উপন্যাস – কুমার বন্দ্যোপাধ্যায় | Download |
বাংলা উপন্যাসের উৎস সন্ধানে – অশোককুমার দে | Download |
বাংলা উপন্যাসের কালান্তর – সরোজ বন্দোপাধ্যায় | Download |
বঙ্গসাহিত্যে উপন্যাসের ধারা – শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় | Download |
বিষয়: বাংলা উপন্যাস – বীরেন চন্দ | Download |
কালের প্রতিমা (বাংলা উপন্যাসের পঞ্চাশ বছর) – অরুণ কুমার মুখোপাধ্যায় | Download |
বাংলা সাহিত্যে ঐতিহাসিক উপন্যাস – বিজিতকুমার দত্ত | Download |
সাহিত্যকোষ: কথাসাহিত্য – অলোক রায় | Download |
বাংলা কথাসাহিত্য প্রসঙ্গ: গোপিকানাথ রায়চৌধুরী | Download |
দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সমকালীন বাংলা কথাসাহিত্য – গোপিকানাথ রায়চৌধুরী | Download |
কালের পুত্তলিকা – অরুণকুমার মুখোপাধ্যায় | Download |
বাংলা সাহিত্যের ছোটগল্প ও গল্পকার – ভূদেব চৌধুরী | Download |
বাংলা সাহিত্যে ছোটগল্পের ধারা: উত্তরভাগ – কুমার বন্দ্যোপাধ্যায় | Download |
সাহিত্যে ছোটগল্প – নারায়ণ গঙ্গোপাধ্যায় | Download |
বাংলা গল্প বিচিত্রা – নারায়ণ গঙ্গোপাধ্যায় | Download |
বাংলা ছোটগল্প (১৮৭৩-১৯২৩) – শিশিরকুমার দাশ | Download |
কবি শ্রীমধুসূদনের বীরাঙ্গনা কাব্য – অমরেন্দ্র গণাই | Download |
গীতিকবি শ্রীমধুসূদন – আশুতোষ ভট্টাচার্য | Download |
কাব্যসাহিত্যে মাইকেল মধুসূদন দত্ত – কনক বন্দ্যোপাধ্যায় | Download |
মাইকেল মধুসূদন দত্তের জীবনচরিত – সুখময় মুখোপাধ্যায় | Download |
মধুসূ্দন: সাহিত্যপ্রতিভা ও শিল্পী-ব্যক্তিত্ব | Download |
মাইকেল মধুসূদন দত্ত: জীবন ও সাহিত্য – সুখময় মুখোপাধ্যায় | Download |
মাইকেল মধুসূদন দত্তের জীবনচরিত – যোগীন্দ্রনাথ বসু | Download |
মধুসূদনের কবি-আত্মা ও কাব্যশিল্প – ক্ষেত্র গুপ্ত | Download |
কবি মধুসূদন ও তাঁর পত্রাবলী – ক্ষেত্র গুপ্ত | Download |
রবীন্দ্রনাথের বলাকা: গতিরাগের কাব্য – সুজয়কুমার মাইতি | Download |
বলাকা কাব্য পরিক্রমা – ক্ষিতিমোহন সেন | Download |
জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ (১ম খণ্ড) | Download |
আধুনিক বাংলা কবিতা – হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় | Download |
রবীন্দ্রনাথ-নজরুল-জীবনানন্দ – ইন্দুভূষণ দাশ | Download |
কপালকুণ্ডলা – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় | Download |
কথাসাহিত্যে বঙ্কিমচন্দ্র – সুধাকর চট্টোপাধ্যায় | Download |
বঙ্কিমচন্দ্র ও উত্তরকাল – প্রমথনাথ বিশী | Download |
বঙ্কিমচন্দ্র জীবন ও সাহিত্য: গোপালচন্দ্র রায় | Download |
রবীন্দ্র উপন্যাস সংগ্রহ | Download |
রবীন্দ্রবিচিত্রা – প্রমথনাথ বিশী | Download |
রবীন্দ্রনাথের উপন্যাস – মনোরঞ্জন জানা | Download |
রবীন্দ্রনাথের উপন্যাস – পুলকেশ দে সরকার | Download |
কবি – তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় | Download |
ঔপন্যসিক তারাশঙ্কর – মুক্তি চৌধুরী | Download |
তারাশঙ্কর স্মারকগ্রন্থ – ভীষ্মদেব চৌধুরী | Download |
সোনার মলাট: তারাশঙ্কর – শ্যামল চক্রবর্তী | Download |
তারাশঙ্কর: সমকাল ও উত্তরকালের দৃষ্টিতে – ধ্রুবকুমার মুখোপাধ্যায় | Download |
তারাশঙ্কর: দেশ-কাল-সাহিত্য – উজ্জ্বলকুমার মজুমদার | Download |
তারাশঙ্কর অন্বেষা – সরোজ বন্দ্যোপাধ্যায় | Download |
ভারতশিল্পী তারাশঙ্কর – জগদীশ ভট্টাচার্য | Download |
তারাশঙ্কর – হরপ্রসাদ মিত্র | Download |
সধবার একাদশী – দীনবন্ধু মিত্র | Download |
দীনবন্ধু মিত্র – সুশীলকুমার দে | Download |
দীনবন্ধু মিত্র: কবি ও নাট্যকার – মিহিরকুমার দাস | Download |
দীনবন্ধু মিত্র – অজিতকুমার ঘোষ | Download |
রায় দীনবন্ধু মিত্র বাহাদুরের জীবনী – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় | Download |
সাজাহান – দ্বিজেন্দ্রলাল রায় | Download |
দ্বিজেন্দ্রলাল রায়: কবি ও নাট্যকার | Download |
দ্বিজেন্দ্রলাল রায় – শ্রীনবকৃষ্ণ ঘোষ | Download |
উদাসী দ্বিজেন্দ্রলাল – দিলীপকুমার রায় | Download |
ডাকঘর – রবীন্দ্রনাথ ঠাকুর | Download |
রবীন্দ্র নাট্যপ্রবাহ (১ম খণ্ড) – প্রমথনাথ বিশী | Download |
রবীন্দ্র নাট্যপ্রবাহ (২য় খণ্ড) – প্রমথনাথ বিশী | Download |
রবীন্দ্র নাট্যপরিক্রমা – উপেন্দ্রনাথ ভট্টাচার্য | Download |
রবীন্দ্র নাট্য সমীক্ষা – কনক বন্দ্যোপাধ্যায় | Download |
রবীন্দ্র নাট্য সাহিত্যের ভূমিকা – সাধনকুমার ভট্টাচার্য | Download |
রবীন্দ্র-নাট্যকল্পনা: অন্যান্য প্রসঙ্গ – কানাই সামন্ত | Download |
রবীন্দ্রনাথের রূপকনাট্য – শান্তিকুমার দাশগুপ্ত | Download |
বাংলা থিয়েটারের ইতিহাস – দর্শন চৌধুরী | Download |
রঙ্গমঞ্চ – অমরেন্দ্রনাথ মুখোপাধ্যায় | Download |
নাট্যভাবনা – অমর বন্দ্যোপাধ্যায় | Download |
শ্রীরামকৃষ্ণ ও বঙ্গ রঙ্গমঞ্চ – আবুল বারক আলভী | Download |
বাংলা পেশাদারি থিয়েটার: একটি ইতিহাস | Download |
নাট্যমঞ্চ নাট্যরূপ – পবিত্র সরকার | Download |
নাট্যতত্ত্ব বিচার – দুর্গাশঙ্কর মুখোপাধ্যায় | Download |
রঙ্গালয়ে ত্রিশ বছর – অপরেশচন্দ্র মুখোপাধ্যায় | Download |
বাংলা সাময়িক পত্র (১ম খণ্ড) – ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় | Download |
বাংলা সাময়িক পত্র (২য় খণ্ড) – ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় | Download |
সংবাদপত্রে সেকালের কথা (১ম খণ্ড) -ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় | Download |
সংবাদপত্রে সেকালের কথা (২য় খণ্ড) -ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় | Download |
সংবাদপত্রে সেকালের কথা (৩য় খণ্ড) -ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় | Download |
বাংলা সংবাদপত্র ও বাঙালির নবজাগরণ – পার্থ চট্টোপাধ্যায় | Download |
রবীন্দ্র নাট্যপ্রবাহ (১ম খণ্ড) – প্রমথনাথ বিশী | Download |
রবীন্দ্র নাট্যপ্রবাহ (২য় খণ্ড) – প্রমথনাথ বিশী | Download |
রবীন্দ্র নাট্যপরিক্রমা – উপেন্দ্রনাথ ভট্টাচার্য | Download |
রবীন্দ্র নাট্য সমীক্ষা – কনক বন্দ্যোপাধ্যায় | Download |
রবীন্দ্র নাট্য সাহিত্যের ভূমিকা – সাধনকুমার ভট্টাচার্য | Download |
রবীন্দ্র-নাট্যকল্পনা: অন্যান্য প্রসঙ্গ – কানাই সামন্ত | Download |
রবীন্দ্রনাথের রূপকনাট্য – শান্তিকুমার দাশগুপ্ত | Download |
রবীন্দ্রবিচিত্রা – প্রমথনাথ বিশী | Download |
রবীন্দ্রনাথের উপন্যাস – মনোরঞ্জন জানা | Download |
রবীন্দ্রনাথের উপন্যাস – পুলকেশ দে সরকার | Download |
কবিমানসী (১ম খণ্ড: জীবনভাষ্য) – শ্রীজগদীশ ভট্টাচার্য | Download |
কবিমানসী (২য় খণ্ড) – শ্রীজগদীশ ভট্টাচার্য | Download |
রবীন্দ্র কবিতাশতক – শ্রীজগদীশ ভট্টাচার্য | Download |
রবীন্দ্র কাব্য-পরিক্রমা – উপেন্দ্রনাথ ভট্টাচার্য | Download |
রবীন্দ্র কাব্য প্রবাহ – প্রমথনাথ বিশী | Download |
রবীন্দ্রনাথ: জীবন ও সাহিত্য -সজনীকান্ত দাশ | Download |
রবীন্দ্র সৃষ্টি-সমীক্ষা – শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় | Download |
রবীন্দ্র-মণীষা – অরুণকুমার মুখোপাধ্যায় | Download |
রবীন্দ্র সাহিত্যের ভূমিকা – নীহাররঞ্জন রায় | Download |
কবিগুরু – অমূল্যধন মুখোপাধ্যায় | Download |
রবি-প্রদক্ষিণ – চারুচন্দ্র ভট্টাচার্য | Download |
কবি রবীন্দ্রনাথ ও রবীন্দ্রকাব্য – মোহিতলাল মজুমদার | Download |
রবীন্দ্র-স্মরণী – প্রমথনাথ বিশী | Download |
রবি-রশ্মি (১ম) – চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় | Download |
রবি-রশ্মি (২য়) – চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় | Download |
প্রকৃতির কবি রবীন্দ্রনাথ – অমিয়কুমার সেন | Download |
বাংলা ভাষাতত্ত্বের ভূমিকা – সুনীতিকুমার চট্টোপাধ্যায় | Download |
বাংলা ভাষাপ্রসঙ্গে – সুনীতিকুমার চট্টোপাধ্যায় | Download |
ভাষা-প্রকাশ বাংলা ব্যাকরণ – সুনীতিকুমার চট্টোপাধ্যায় | Download |
সাধারণ ভাষাবিজ্ঞান ও বাংলা ভাষা – রামেশ্বর শ | Download |
ভাষার ইতিবৃত্ত – সুকুমার সেন | Download |
ভারতের ভাষা ও ভাষা-সমস্যা – সুনীতিকুমার চট্টোপাধ্যায় | Download |
Leave a Reply