বিভাবনা অলংকারের সংজ্ঞাসহ উদাহরণ দাও।
বিভাবনা
বিনা কারণে কার্যোৎপত্তির নাম বিভাবনা।
উদাহরণ:
বিনামেঘে বজ্রাঘাত অকস্মাৎ ইন্দ্রপাত
বিনা বাতে নিভে গেল মঙ্গল প্রদীপ।
ব্যাখ্যা: আকাশে মেঘ হলেও তবে বজ্রপাতের সম্ভাবনা থাকে। তাই মেঘ এখানে কারণ, বজ্রপাত কার্য। এখানে মেঘ হয়নি অর্থাৎ কারণ নেই। কিন্তু কার্য সংঘটিত হয়েছে অর্থাৎ বজ্রপাত ঘটেছে। আবার প্রদীপ শিখা সাধারণত বাতাসের কারণে নিভে যায়। তাই বাতাস এখানে কারণ। কিন্তু বাতাস হয়নি অর্থাৎ কারণ ঘটেনি। কিন্তু কার্য সম্পন্ন হয়েছে অর্থাৎ প্রদীপ শিখা নিভে গেছে। তাই এটি বিভাবনা অলংকার।
Leave a Reply