বিরোধাভাস অলংকারের সংজ্ঞাসহ উদাহরণ দাও।
বিরোধাভাস
যেখানে দুটি বস্তুতে বা বিষয়ে আপাত বিরোধ থাকে, কিন্তু প্রকৃত বিরোধ থাকে না তাকে বিরোধাভাস অলংকার বলে। ‘আভাস’ মানে মনে হচ্ছে আছে কিন্তু নেই।
উদাহরণ:
যদি বড় হতে চাও ছোট হও তবে।
ব্যাখ্যা: বড় হতে গেলে ছোট হতে হবে— এই কথাটি আপাত বিরোধমূলক বলে মনে হয়। কিন্তু একটু গভীরভাবে ভাবলে এর অর্থ দাঁড়ায় যে বড় বা মহান হতে হলে ছোট অর্থাৎ নম্র ও বিনয়ী হওয়া দরকার। তাই দেখা যাচ্ছে এখানে প্রকৃত কোন বিরোধ নেই। যেন একটা বিরোধের আভাস আছে। তাই এটি বিরোধাভাস।
Leave a Reply