//
//

বিশেষোক্তি অলংকারের সংজ্ঞাসহ উদাহরণ দাও।

বিশেষোক্তি

কারণ সত্ত্বেও যেখানে কার্য বা ফলের অভাব হয়, সেখানে হয় বিশেষোক্তি।

উদাহরণ:

দেহ দগ্ধ করি তার শক্তি তুমি পারনি নাশিতে—

  কন্দর্প ভুবন জয় করে, শম্ভু হাসিতে হাসিতে।

ব্যাখ্যা: দহন কারণের কার্য শক্তিনাশ। এখানে কারণ রয়েছে, কিন্তু তার ফল নেই। অবলীলায় ভুবনজয় শক্তিহীনতার বিপরীত। এই বিরোধেই অলংকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!