//
//

রঙ্গমঞ্চের ইতিহাসে বৈঠকখানা থিয়েটারের অবদান আলোচনা কর।

বৈঠকখানা থিয়েটার

উদ্বোধন: ২৪ মে, ১৮২৪

চৌরঙ্গী ও দমদম থিয়েটারের প্রবল সাফল্যের দিনেও বৈঠকখানা থিয়েটার তার অস্তিত্ব বজায় রাখতে পেরেছিল। সে যুগে এ কম কথা নয়।

কলকাতায় বৈঠকখানা অঞ্চলে প্রতিষ্ঠিত বলে এই থিয়েটারের নাম বৈঠকখানা থিয়েটার। থিয়েটারের বাইরের সজ্জা তেমন ভালো ছিল না, তবে ভেতরের ব্যবস্থাদি সর্বাঙ্গসুন্দর ছিল। মঞ্চব্যবস্থাও ছিল উৎকৃষ্ট নাট্য প্রযোজনার উপযোগী। এই থিয়েটারের ব্যবস্থাপনা এবং অভিনয় আকর্ষণীয় হয়েছিল।

১৭৭ নম্বর বৈঠকখানার ঠিকানায় এই থিয়েটারের উদ্বোধন হয় ২৪ মে, ১৮২৪ খ্রিস্টাব্দে। এখানে একাধিক খ্যাতনামা অভিনেত্রী ছিলেন—মিসেস ফ্রান্সিস, মিসেস কোহেন উল্লেখযোগ্য। দক্ষ অভিনেতাদেরও সমাবেশ এখানে ঘটেছিল। প্রথম শ্রেণীর শিল্পী সমন্বয়ে অল্পদিনের মধ্যেই বৈঠকখানা থিয়েটারের খ্যাতি ছড়িয়ে পড়ে।

অভিনীত কয়েকটি নাটক—রেজিং দি উইন্ড, বোম্বাসটিস ফিউরিওসো, ইচ ফর হিমসেলফ, দি লাইং ভ্যালেট, এ ট্রিপ টু ক্যালে, স্লিপিং ড্রাফট, দি ইয়ং উইডো, মাই ল্যাস্তলেডিজ গাউন প্রভৃতি অভিনয়ের বেশিরভাগই নৃত্যগীত বহুল অপেরা কমেডি, কিংবা হাল্কা মজাদার প্রহসন। এইসব নাট্যাভিনয়ের প্রশংসা করে সংবাদপত্রে বৈঠকখানা থিয়েটারের সাফল্য ঘোষণা করা হতো প্রায়শই।

চৌরঙ্গী থিয়েটারের সঙ্গে পাল্লা দিয়ে বেশ গৌরবের সঙ্গে এই থিয়েটার কলকাতার বুকে তার অভিনয় চালিয়ে গিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!