ভারতীয় আর্যভাষার যুগবিভাগ সময়সীমাসহ উল্লেখ কর।
ভারতীয় আর্যভাষা: যুগ-বিভাগ
মূল ইন্দো-ইউরোপীয় (Indo-European) ভাষাভাষী আর্য জাতির একটি শাখা এসে ভারতবর্ষ ও ইরান-পারস্যে প্রবেশ করে। এই শাখার ভাষাকেই বলা হয় ইন্দো-ইরানীয় বা সঙ্কীর্ণ অর্থে আর্যশাখা (Indo-Iranian Branch)। এই শাখাটি দ্বিধাবিভক্ত হয়ে গিয়েছিল। এর একটি শাখা গিয়েছিল ইরান-পারস্যে। এই শাখার প্রাচীনতম নিদর্শন পাওয়া যায় প্রাচীন পারসীকদের ধর্মগ্রন্থ আবেস্তায় (খ্রীঃ পূঃ ৮ম শতাব্দী) ও হখামেনীয় সম্রাটদের প্রাচীন প্রত্নলিপিতে।
অন্য শাখাটি আসে ভারতবর্ষে। যে শাখাটি ভারতবর্ষে প্রবেশ করে তাকেই আমরা বলি ভারতীয় আর্যভাষা (Indo-Aryan or Indic Language)। আনুমানিক ১৫০০ খ্রিস্ট-পূর্বাব্দে ভারতবর্ষে এই আর্যভাষার অনুপ্রবেশ ঘটে এবং তারপর থেকে আজ বিংশ শতাব্দীর শেষাংশ পর্যন্ত বিবর্তনের নানা স্তর পেরিয়ে ভারতবর্ষে নব নব রূপে সেই আর্যভাষা বেঁচে আছে। ভারতবর্ষে অনুপ্রবেশের কাল থেকে আজ পর্যন্ত হিসাব করলে ভারতবর্ষে আর্যভাষার বিস্তৃতিকাল হল প্রায় সাড়ে তিন হাজার বছর। ভারতীয় আর্যভাষার এই সাড়ে তিন হাজার বছরের সুদীর্ঘ ইতিহাসকে পরিবর্তনের লক্ষণীয় পদক্ষেপ অনুসারে তিনটি প্রধান যুগে ভাগ করা হয়—
প্রাচীন ভারতীয় আর্য (Old Indo-Aryan = OIA)
মধ্য ভারতীয় আর্য (Middle Indo-Aryan = MIA)
নব্য ভারতীয় আর্য (New Indo-Aryan = NIA)
Leave a Reply