চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবি মানিক দত্তের কৃতিত্ব আলোচনা কর।
মানিক দত্ত
চণ্ডীমঙ্গল কাব্যধারার আদি কবি হলেন মানিক দত্ত। কবি মুকুন্দ তাঁর কাব্যে উল্লেখ করেছেন—
মানিক দত্তেরে আমি করিয়ে বিনয়।
যাহা হইতে হৈল গীতপথ পরিচয়।।
কবির কাব্যের পুথি সাহিত্য পরিষৎ থেকে মুদ্রিত হয়ে প্রকাশিত হয়েছে। কেউ আবার পুথির প্রাচীনত্ব নিয়ে সংশয় প্রকাশ করেছেন। সে যাইহোক তাঁর রচনায় কালকেতু ও ধনপতির উপাখ্যান সংক্ষিপ্ত আকারে বর্ণিত। তাঁর কাব্যের সাহিত্যগুণ বিশেষ কিছু না থাকলেও এই ধারার আদি কবি হিসাবে তাঁর নাম স্মরণীয় হয়ে থাকবে।
তথ্যসূত্র:
১. বাংলা মঙ্গলকাব্যের ইতিহাস: আশুতোষ ভট্টাচার্য
২. বাংলা সাহিত্যের ইতিবৃত্ত: অসিত কুমার বন্দ্যোপাধ্যায়
৩. বাঙ্গালা সাহিত্যের ইতিহাস: সুকুমার সেন
Leave a Reply