রঙ্গমঞ্চের ইতিহাসে মিসেস ব্রিস্টোর থিয়েটারের অবদান আলোচনা কর।
মিসেস ব্রিস্টোর প্রাইভেট থিয়েটার
উদ্বোধন: ১ মে, ১৭৮৯
স্থায়িত্বকাল: ১৭৮৯-১৭৯০
প্রতিষ্ঠাতা: মিসেস ব্রিস্টে
নাটক: পুওর সোলজার
সে যুগের অসামান্য সুন্দরী ও নৃত্যকুশলিনী এমা র্যাংহাম (Emma Wrangham) কলকাতার সিনিয়ার মার্চেন্ট ডন ব্রিস্টোকে বিয়ে করে মিসেস ব্রিস্টো নামে পরিচিত হন। বিয়ের পর নাচের আসর ছেড়ে তিনি থিয়েটারে আসেন। তাঁর চৌরঙ্গীর বাড়িতে তিনি একটি ছোট রঙ্গালয় প্রতিষ্ঠা করেন। ছোট সর্বাঙ্গসুন্দর এই থিয়েটারটি সে যুগের ইংরেজদের প্রধান আকর্ষণের কেন্দ্র ছিল। কেন্দ্রবিন্দু ছিলেন এম ব্রিস্টো স্বয়ং।
১৭৮৯ খ্রিস্টাব্দের ১ মে ব্রিস্টোর থিয়েটারের উদ্বোধন হয় জনপ্রিয় সঙ্গীতবহুল ‘পুর সোলজার’ দিয়ে। দর্শকাসন পূর্ণ হয়ে গিয়েছিল সেদিন। এই রঙ্গমঞ্চ সম্বন্ধে দুটি উল্লেখযোগ্য কথা হলো—
- মহিলা পরিচালিত প্রথম সাহেবদের থিয়েটার।
- এই রঙ্গালয়েই প্রথম অভিনেত্রী গ্রহণ করা হলো।
অভিনেত্রী গ্রহণের বিরুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানীর যে নিষেধাজ্ঞা ছিল, মিসেস ব্রিস্টোর থিয়েটারের ক্ষেত্রে সে নিয়ম উঠে গেল তাই নয় শুধু, ক্রমে এখানে মেয়েরাই সব চরিত্রে অভিনয় করেছিলেন, মেয়েরাই প্রয়োজনে পুরুষের ভূমিকায় অংশগ্রহণ করেছিলেন।
সুন্দরী এমা ব্রিস্টোকে নিয়ে তখন কলকাতার ইংরেজ পুরুষেরা খুবই চঞ্চল হয়ে উঠেছিলেন। সেই সময়কার সংবাদপত্রে এই নিয়ে বেশ মুখরোচক খবর বেরোত। অভিনেত্রীকে নিয়ে উন্মাদনার ফলে থিয়েটারও ভর্তি হয়ে যেত।
‘ক্যালকাটা গেজেট’ পত্রিকা থেকে এই রঙ্গালয়ের অভিনয়ের খবর পাওয়া যায়। ‘পুওর সোলজার’ ছাড়া সুলতান, প্যাডলক নাটক অভিনীত হয়। স্বল্পস্থায়ী রঙ্গালয়টি কয়েক রাত অভিনয়ের পর ১৭৯০ তে বন্ধ হয়ে যায়।
Leave a Reply