চণ্ডীমঙ্গল কাব্যধারায় মুক্তারাম সেনের কৃতিত্ব আলোচনা কর।
মুক্তারাম সেন
অষ্টাদশ শতাব্দীর চণ্ডীমঙ্গলের অন্যতম প্রধান কবি মুক্তারাম সেন। তাঁর কাব্যের নাম ‘সারদামঙ্গল’। ১৩২৪ বঙ্গাব্দে সাহিত্য পরিষদ থেকে আবদুল করিম মুক্তারাম সেনের ‘সারদামঙ্গল’ সম্পাদনা করে প্রকাশ করেছিলেন। চট্টগ্রাম জেলার অন্তর্গত দেবগ্রামে কবির জন্ম। কাব্যমধ্যে মুক্তারামের গ্রন্থরচনার সূত্র থেকে জানা যায়—
গ্রহ ঋতু কাল শশী শক শুভ জানি।
মুক্তারাম সনে ভণে ভাবিয়া ভবানী।।
এই অনুসারে ১৬৬৯ শকাব্দ বা ১৭৭৪ খ্রিস্টাব্দে তিনি তাঁর গ্রন্থ রচনা সম্পন্ন করেন।
মুক্তারামের কাব্যেরও দুটি ভাগ— প্রথম ভাগ কালকেতুর কাহিনি, দ্বিতীয় ভাগে ধনপতি সদাগরের কাহিনি।
তথ্যসূত্র:
১. বাংলা মঙ্গলকাব্যের ইতিহাস: আশুতোষ ভট্টাচার্য
২. বাংলা সাহিত্যের ইতিবৃত্ত: অসিত কুমার বন্দ্যোপাধ্যায়
৩. বাঙ্গালা সাহিত্যের ইতিহাস: সুকুমার সেন
Leave a Reply