শ্রীকৃষ্ণকীর্তনের কাহিনীবয়ন ও কাব্য-পরিচিতি সম্পর্কে আলোচনা কর।
শ্রীকৃষ্ণকীর্তনের কাহিনীবয়ন ও কাব্য-পরিচিতি
শ্রীকৃষ্ণকীর্তন রচয়িতা বড়ু চণ্ডীদাস, সংস্কৃত সাহিত্যের কবি জয়দেবের ‘গীতগোবিন্দম্’ কাব্যের লৌকিক রাধা-কৃষ্ণের অনুকরণে রসময় আখ্যানটি গড়লেন। খন্ডিত পদ সহ ৪১৮টি পদ, ১৫১টি সংস্কৃত শ্লোক, ৩২টি রাগ রাগিনী তাল সহ ১৩টি খণ্ড, তিন (৩) মূল চরিত্র (রাধা, কৃষ্ণ, বড়ায়ি) এবং অন্যান্য চরিত্র নিয়ে কাব্যটি রচিত। জয়দেবের কাব্য দ্বাদশ সর্গে এবং বড়ু চন্ডীদাসের কাব্য ত্রয়োদশ খণ্ডে বিভক্ত।
মূলতঃ তিনটি চরিত্রের উক্তি-প্রত্যুক্তির মধ্য দিয়ে নাট্যগুণ প্রকাশিত। এছাড়া গীতি প্রবণতা, নিসর্গ বর্ণনা কাব্যের সাহিত্যগুণকে বর্ধিত করেছে। সুকুমার সেন মহাশয় জানালেন— ‘‘শ্রীকৃষ্ণকীর্তন নাট্যগীতি কাব্য ধারা অর্থাৎ কতকগুলি ছোট ছোট নাট্য গীতির মালা। রচনার গঠন হইতে মনে হয় আসলে এটি ছিল চিত্রনাট্য বা পাঞ্চালিকা নাট্য অর্থাৎ পুতুল নাচের কতকগুলি পালা, গানগুলির মাথায় রাগ তাল ছাড়াও অন্য কিছু নির্দেশ আছে। এ নির্দেশ ঠিক অভিনয়ের নয়, পুতুল নাচের সঙ্গে গীত-অভিনয় রীতির নির্দেশ।’’
দীর্ঘকায় কাব্যটি ১৩টি খণ্ডে বিভক্ত, তবে শেষ খণ্ডটিতে ‘খণ্ড’ শব্দটি যুক্ত নয়। শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের তিনটি চরিত্রের উক্তি-প্রত্যুক্তি, সংলাপের মধ্য দিয়ে কাহিনীর ধারা সবল। ‘জন্মখণ্ড’ সৃষ্টি রক্ষার্থে অত্যাচারী, দুর্বিনীত কংস হত্যার প্রয়োজনে, সকল দেবতা সভা ডাকলেন—
সঙ্গেই চিন্তাআঁ বুয়িল ব্রহ্মার ঠাএ।
ব্রহ্মা সব দেব আঁ গেলান্তি সাগরে।।
স্তুতীএঁ তুষিল হরি জলের ভিতরে।
তোহ্মে নানা রূপে কইল অসুরের খএ।
তোহ্মার লীলাএ কংসের বধ হএ।।
হেন স্তনী ঈসত হাসিআঁ ততিখনে।।
ধল কাল দুই কেশ দিল নারাথনে।।
সভার সিদ্ধান্ত অনুযায়ী বলরাম এবং কৃষ্ণ বনমালী রূপে দৈবকীর গর্ভে জন্ম গ্রহণ করবে। কৃষ্ণই অত্যাচারী কংসের বিনাশ সাধন করবে। ‘জন্মখণ্ডে’ নারদের উপস্থিত বেশ কৌতুককর। এই খণ্ডে লক্ষীর আবির্ভাবের কথা জানা গেল—
কাহাঞির সম্ভোগ কারণে।
লক্ষীকে বুলিল দেবগণে।।
‘তাম্বুলখণ্ড’— এই খন্ডে বড়ায়ির তত্ত্বাবধানে ‘সৰ্বাঙ্গ সুন্দরী’ রাধা ও অন্যান্য সকল সখীগণ মিলে দুধ বিক্রয়ের জন্য মথুরা গমন করলেন। এক দিন বয়সজনিত চাপল্যে সখীদের সঙ্গে রঙ্গরসিকতা করতে গিয়ে বন মধ্যে পথ ভ্রষ্ট হল। গোয়ালিনী রাধা বকুল তলাতে এসে দেখল বড়াই বুড়িও সঙ্গ ছাড়া, তখন ভয়ে ‘বসিলী মাথাত দিআঁ হাথে।’
অপর দিকে রূপসী রাধাকে না দেখে বড়াই চিন্তান্বিত— ‘নাতিনীর মোহে বড়ায়ি মনে বিমরিষে।’ পথে রাখাল বনমালীর সঙ্গে বড়াইয়ের সাক্ষাৎ, বড়াই তার প্রিয় নাতনিকে খুঁজে দেওয়ার জন্য বললে কৃষ্ণ তার রূপ বর্ণনা করতে বলেছে। বড়াই-এর মুখে রূপ লাবণ্যের কথা শুনে কৃষ্ণ স্থির থাকতে পারল না। পরে বড়াইকে প্রেম নিবেদনের জন্য দৌত ক্রিয়ার কথা জানাল। কৃষ্ণ প্রেরিত তাম্বুল পদদলিত করে রাধিকা বড়াইকে চপেটাঘাত করতে ছাড়েনি।
পূর্বকর্মের প্রতিশোধ নেওয়ার জন্য ‘দানখণ্ডে’ কৃষ্ণ দানী সেজেছে। এগার বছরের বালী রাধার কাছে বার বছরের দান চেয়েছে কৃষ্ণ। নব যৌবনা রাধার রূপ যৌবন আকাঙ্ক্ষা করেছে। কৃষ্ণ রাধার স্বামী সম্পর্ক অস্বীকার করে জানিয়েছে— ‘তোক্ষে লক্ষনী রাধা একেঁ আক্ষে হরি কাহ্নে।’ রাধা সখেদে নিজের রূপ যৌবনের প্রতি কটাক্ষ করে জানিয়েছে—
কি কৈলি কি কৈলি বিধি নিরমিআঁ নারী।
আপনার মাসে হরিণী জগতে বৈরী।।
রাধার পথ রুদ্ধ করে কৃষ্ণ মিলিত হয়েছে, এখানে কৃষ্ণের গ্রাম্য রাখাল চরিত্রের রূপটি বেশি করে ফুটেছে। ‘নৌকাখণ্ডে’ ছল, চাতুরী কৌশলে দেহ মনের পরিবর্তনে ভবিষ্যতে কৃষ্ণ-পাগলিনী রাধার পথ উন্মুক্ত হল। দানখণ্ডে কৃষ্ণের উৎপীড়নে রাধা মথুরা গমন বন্ধ করেছে। এমন অবস্থায় কৃষ্ণ ও বড়াই ছলনার আশ্রয় গ্রহণ করেছে। বড়াই কৌশলে রাধাকে যমুনার ঘাটে নিয়ে আসলে কৃষ্ণ সেখানে ঘাটোয়াল সেজে অপেক্ষায় রত।
একা নৌকায় পার করার সময় দুই যুবক-যুবতী যমুনার উত্তাল তরঙ্গে নিজেদের ভাসিয়ে দিয়েছে। নৌকাখণ্ডেই অনিচ্ছা সত্ত্বেও পরিবেশ এমন এক পরিস্থিতি সৃষ্টি করেছে রাধা এই প্রথম নিজে কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করেছে। ধীরে ধীরে কৃষ্ণের প্রতি রাধামন এক সুখী হয়ে উঠেছে।
‘ভারখণ্ডে’ স্থল পথে রাধা মথুরা নগরে যাত্রা করেছে। পথে ক্লান্ত রাধার মজুরিয়া হিসাবে ভারী কৃষ্ণের উপস্থিতি। ছলাকলা কুশলী রাধা, কৃষ্ণকে রতি মিলনের প্রতিশ্রুতি দিলে কৃষ্ণ সানন্দে ভার বহন করেছে। ‘ছত্রখণ্ডে’ রাধার হৃদয়ে কৃষ্ণের প্রতি অনুরাগ জাগ্রত কিন্তু বেশ ছলনাময়ী নারীর লক্ষণ বর্তমান। কৃষ্ণকে সুরতির আশ্বাস দিয়ে ছত্র ধারণ করিয়েছে। ‘বৃন্দাবন খন্ডে’ রাধার চিন্তায় নন্দের নন্দন জানিয়েছে—
কেমনে জায়িবোঁ বড়ায়ি তার বৃন্দাবনে।
মনত শুনিআঁ বোল উপায় আপনে।।
এখন ইচ্ছা করলে স্ত্রীরাধিকা ঘরের বাইরে পা রাখতে পারে না। সমাজ-সংসার-শাশুড়ির বড় ভয় আছে। এই পর্বে রাধা বড়াইকে মথুরার হাটে যাওয়ার পরিকল্পনা জানায়। সখীদের সঙ্গে রাধা চন্দ্রাবলী গান গাইতে গাইতে এগিয়ে চলে। বৃন্দাবনের পথে রাধা কৃষ্ণকে দেখে কাম কলা নিপুণা রমনীর মত আচরণ করেছে। গীতগোবিন্দের মতো এখানে রাধার মান ভঞ্জনের পালা লক্ষ করা যায়। বৃন্দাবনের ফুল বাসরে উভয়ের মিলন সাধিত হল।
‘কালীয়দমনখণ্ডে’ কৃষ্ণের জল কেলির ইচ্ছা জাগ্রত হয়েছে। এই পর্বে সমাজ লোকলজ্জা ভুলে রাধা কৃষ্ণকে ‘পরাণপতী’ সম্বোধন করেছে। ‘যমুনাখণ্ডে’ রাধা ও সখীদের সঙ্গে কৃষ্ণের জলকেলি সংঘটিত হয়েছে। এখানে বস্ত্রহরণ, হার চুরির ঘটনা ঘটেছে। যমুনান্তৰ্গত ‘হারখণ্ডে’ রাধা সাতনরী হার ফিরে না পেয়ে যশোদার কাছে কৃষ্ণের নামে নালিশ জানিয়েছে। এর ফলে কৃষ্ণ রাধার প্রতি ক্রুদ্ধ হয়ে উঠেছে।
‘বাণখণ্ডে’ কৃষ্ণ, বড়াই-এর সঙ্গে আলোচনা ও পরামর্শ গ্রহণ করে রাধাকে পুষ্পবাণে আঘাত হানতে বদ্ধ পরিকর। এই বীতরাগ পরবর্তী সময়ে তীব্ররূপ ধারণ করেছে। এই পর্বে পুষ্পশরে আহত রাধাকে দেখে কৃষ্ণের প্রতি বড়াই-র ক্ষিপ্ত। অবশেষে রাধার চেতনা ফিরেছে এবং মিলন ঘটেছে।
‘বংশীখণ্ডে’ কৃষ্ণ রাধাকে মোহিত করার জন্য মনোহর বাঁশি নির্মাণ করেছে। শ্রীকৃষ্ণ রাধার সামনে না এসে নেপন্যে বাঁশী বাজিয়ে হৃদয় হরণ করেছে। বাঁশির শব্দে রাধিকার সমাজ-সংসার-হৃদয় ভেসে গেছে। এই খণ্ডের পদগুলিতে রাধা-হৃদয়ের হাহাকার সংগীতময় হয়ে উঠেছে। সাংগীতিক মূর্চ্ছনা বিরহীকে গৃহ ছাড়া করেছে।
‘নিন্দাউলী’ মন্ত্র দিয়ে কৃষ্ণকে নিদ্ৰাহত করে বড়াইর নির্দেশে বাঁশি চুরির ঘটনা, নিদ্রা থেকে জেগে প্রিয় বাঁশি না পেয়ে বনমালীর আকুল হয়ে কান্না (মাথাত হাথ দিআঁ কাদন্তি গদা ধরে) সরল বালক কৃষ্ণের কথা স্মরণ করায়। শ্রীকৃষ্ণকীর্তনের সর্বশেষ অবশটি ‘রাধাবিরহ এই অংশে খণ্ড শব্দটি বিযুক্ত। কৃষ্ণ অদর্শনে বিরহ-বিধুরা রাধা হৃদয়ের কথা, বড়ু চণ্ডীদাস কুশলী শিল্পীর মত এঁকেছেন।
তথ্যসূত্র:
বাঙ্গালা সাহিত্যের কথা – সুকুমার সেন | Download |
বাঙ্গালা সাহিত্যের ইতিহাস – সুকুমার সেন (১ম খণ্ড) | Download |
বাঙ্গালা সাহিত্যের ইতিহাস – সুকুমার সেন (২য় খণ্ড) | Download |
বাঙ্গালা সাহিত্যের ইতিহাস – সুকুমার সেন (৩য় খণ্ড) | Download |
বাঙ্গালা সাহিত্যের ইতিহাস – সুকুমার সেন (৪র্থ খণ্ড) | Download |
বাঙ্গালা সাহিত্যের ইতিহাস – সুকুমার সেন (৫ম খণ্ড) | Download |
বাংলা সাহিত্যের ইতিকথা (১ম) – ভূদেব চৌধুরী | Download |
বাংলা সাহিত্যের ইতিকথা (২য়) – ভূদেব চৌধুরী | Download |
বাংলা সাহিত্যের সংক্ষিপ্ত ইতিবৃত্ত – অসিতকুমার বন্দ্যোপাধ্যায় | Download |
বাংলা সাহিত্যের ইতিবৃত্ত (১ম) – অসিতকুমার বন্দ্যোপাধ্যায় | Download |
বাংলা সাহিত্যের ইতিবৃত্ত (২য়) – অসিতকুমার বন্দ্যোপাধ্যায় | Download |
বাংলা সাহিত্যের ইতিবৃত্ত (৩য়) – অসিতকুমার বন্দ্যোপাধ্যায় | Download |
বাংলা সাহিত্যের নানাদিক – ব্রজেন্দ্রনাথ ভট্টাচার্য | Download |
বাংলা সাহিত্যের সংক্ষিপ্ত ইতিহাস – ভূদেব চৌধুরী | Download |
বাংলা সাহিত্যের ইতিহাস – নির্মলেন্দু দাশ | Download |
বাংলা সাহিত্যের ইতিহাস – আশুতোষ ভট্টাচার্য | Download |
বাংলা সাহিত্যের খসড়া – প্রিয়রঞ্জন সেন | Download |
বাংলা সাহিত্যের ভূমিকা – নন্দগোপাল সেনগুপ্ত | Download |
বাংলা সাহিত্যের কথা – নিত্যানন্দবিনোদ গোস্বামী | Download |
বাংলা সাহিত্যের ইতিহাস (আদি ও মধ্যযুগ) – তুষারকান্তি মহাপাত্র | Download |
প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিকথা – আজাহার ইসলাম | Download |
প্রাচীন বাঙ্গালা সাহিত্যের ইতিহাস – তমোনশ চন্দ্র দাশগুপ্ত | Download |
প্রাচীন বাঙ্গালা সাহিত্যের প্রাঞ্জল ইতিহাস – দেবেন্দ্রকুমার ঘোষ | Download |
মধ্য যুগের কবি ও কাব্য – শঙ্করীপ্রসাদ বসু | Download |
বাংলা সাহিত্যের বিকাশের ধারা – শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় | Download |
বাংলা সাহিত্যের ইতিহাস – আশুতোষ ভট্টাচার্য | Download |
বাঙলা সাহিত্যের রূপরেখা (১ম খণ্ড) – গোপাল হালদার | Download |
বাঙলা সাহিত্যের রূপরেখা (২য় খণ্ড) – গোপাল হালদার | Download |
বাংলা সাহিত্যের ইতিহাস (১-৪) প্রাচীন পর্যায় – নিখিলেশ পুরকাইত | Download |
বাংলা সাহিত্য পরিচয় (প্রাচীন ও মধ্যযুগ) – পরেশচন্দ্র ভট্টাচার্য | Download |
প্রাচীন ও মধ্য যুগ – গোপাল হালদার | Download |
হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা | Download |
চর্যাগীতি-পদাবলী – সুকুমার সেন | Download |
চর্যাগীতি পরিক্রমা – নির্মল দাশ | Download |
চর্যাগীতির ভূমিকা – জাহ্নবীকুমার চক্রবর্তী | Download |
চর্যাগীতি পরিচয় – সত্যব্রত দে | Download |
মধ্য যুগের কবি ও কাব্য – শঙ্করীপ্রসাদ বসু | Download |
মধ্য যুগে বাংলা সাহিত্যের তথ্য ও কালক্রম – সুখময় মুখোপাধ্যায় | Download |
চণ্ডীমঙ্গল – সুকুমার সেন | Download |
কবি ভারতচন্দ্র – শঙ্করীপ্রসাদ বসু | Download |
চণ্ডীদাস ও বিদ্যাপতি – শঙ্করীপ্রসাদ বসু | Download |
জ্ঞানদাস ও তাহার পদাবলী – বিমানবিহারী মজুমদার | Download |
চণ্ডীদাসের পদাবলী – বিমানবিহারী মজুমদার | Download |
গোবিন্দদাসের পদাবলী ও তাহার যুগ – বিমানবিহারী মজুমদার | Download |
পাঁচশত বৎসরের পদাবলি – বিমানবিহারী মজুমদার | Download |
বৈষ্ণব রসপ্রকাশ – ক্ষুদিরাম দাস | Download |
বৈষ্ণব কবি প্রসঙ্গে – দেবনাথ বন্দ্যোপাধ্যায় | Download |
বৈষ্ণব রস-সাহিত্য – খগেন্দ্রনাথ মিত্র | Download |
ভারতের শক্তি-সাধনা ও শাক্ত সাহিত্য – শ্রীশশিভূষণ দাশগুপ্ত | Download |
শাক্ত পদাবলী – শ্রীঅমরেন্দ্রনাথ রায় | Download |
শাক্তপদাবলী ও শক্তিসাধনা – শ্রীজাহ্নবীকুমার চক্রবর্তী | Download |
শাক্ত পদাবলী – ধ্রুবকুমার মুখোপাধ্যায় | Download |
শ্রীচৈতন্যভাগবত – শ্রীবৃন্দাবন দাস ঠাকুর | Download |
চণ্ডীমঙ্গল – সুকুমার সেন | Download |
কবিকঙ্কণ চণ্ডী – মুকুন্দরাম চক্রবর্তী | Download |
চণ্ডীমঙ্গল বোধিনী – চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় | Download |
চণ্ডীমঙ্গল – বিজন বিহারী ভট্টাচার্য | Download |
চণ্ডীমঙ্গল – শ্রীঅনিল বরণ গঙ্গোপাধ্যায় | Download |
ভারতচন্দ্রের অন্নদামঙ্গল – জয়িতা দত্ত | Download |
ভারতচন্দ্রের অন্নদামঙ্গল – শ্রীব্রজেন্দ্রনাথ ভট্টাচার্য | Download |
অন্নদামঙ্গল – রায়গুণাকর ভারতচন্দ্র | Download |
ভারতচন্দ্র – মদনমোহন গোস্বামী | Download |
কবি ভারতচন্দ্র – শঙ্করীপ্রসাদ বসু | Download |
বাঙলা মঙ্গলকাব্যের ইতিহাস – শ্রীআশুতোষ ভট্টাচার্য | Download |
বাংলা সাহিত্যের ইতিহাস – আশুতোষ ভট্টাচার্য | Download |
বাঙলা সাহিত্যের রূপরেখা (১ম খণ্ড) – গোপাল হালদার | Download |
বাঙলা সাহিত্যের রূপরেখা (২য় খণ্ড) – গোপাল হালদার | Download |
বাংলা সাহিত্যের সংক্ষিপ্ত ইতিবৃত্ত – অসিতকুমার বন্দ্যোপাধ্যায় | Download |
মধ্য যুগের কবি ও কাব্য – শঙ্করীপ্রসাদ বসু | Download |
পাঁচশত বৎসরের পদাবলি – বিমানবিহারী মজুমদার | Download |
বৈষ্ণব রসপ্রকাশ – ক্ষুদিরাম দাস | Download |
বৈষ্ণব কবি প্রসঙ্গে – দেবনাথ বন্দ্যোপাধ্যায় | Download |
আধুনিক বাংলা কবিতা – বুদ্ধদেব বসু | Download |
আধুনিক বাংলা কবিতা: বিচার ও বিশ্লেষণ – জীবেন্দ্র সিংহ রায় | Download |
আধুনিক বাংলা কবিতা – আবু সায়ীদ আইয়ুব | Download |
আধুনিক কবিতার ভূমিকা – সঞ্জয় ভট্টচার্য | Download |
আধুনিক কবিতার দিগবলয় – অশ্রুকুমার শিকদার | Download |
বাংলা সাহিত্যের বিকাশের ধারা – শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় | Download |
বাংলা কাব্য-সাহিত্যের কথা – কনক বন্দ্যোপাধ্যায় | Download |
আধুনিক বাংলা কাব্য (১ম পর্ব) – তারাপদ মুখোপাধ্যায় | Download |
আধুনিক বাংলা কাব্যপরিচয় – দীপ্তি ত্রিপাঠী | Download |
বাংলা কবিতার নবজন্ম – সুরেশচন্দ্র মৈত্র | Download |
বাংলা সাহিত্যে গদ্য – সুকুমার সেন | Download |
বাংলা সাহিত্যের নবযুগ – শশিভূষণ দাশগুপ্ত | Download |
আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাস – ক্ষেত্র গুপ্ত | Download |
বাংলা গদ্যরীতির ইতিহাস – অরুণকুমার মুখোপাধ্যায় | Download |
বাংলা গদ্যের শিল্পী সমাজ – অরুণকুমার মুখোপাধ্যায় | Download |
সাহিত্য-সন্ধান – অরুণকুমার মুখোপাধ্যায় | Download |
বাংলা গদ্য সাহিত্যের ইতিহাস – জহরলাল বসু | Download |
বাংলা গদ্যসাহিত্যের ইতিহাস – সজনীকান্ত দাশ | Download |
বাংলা গদ্যের পদাঙ্ক – প্রমথনাথ বিশী | Download |
আধুনিক বাংলা প্রবন্ধ সাহিত্যের ধারা – অধীর দে | Download |
বাংলা গদ্যের চারযুগ – শ্রীমনোমোহন ঘোষ | Download |
বাংলা কবিতার নবজন্ম – সুরেশচন্দ্র মৈত্র | Download |
আধুনিক বাংলা কবিতা – বুদ্ধদেব বসু | Download |
আধুনিক বাংলা কবিতা: বিচার ও বিশ্লেষণ – জীবেন্দ্র সিংহ রায় | Download |
আধুনিক বাংলা কবিতা – আবু সায়ীদ আইয়ুব | Download |
আধুনিক কবিতার ভূমিকা – সঞ্জয় ভট্টচার্য | Download |
আধুনিক কবিতার দিগবলয় – অশ্রুকুমার শিকদার | Download |
বাংলা কাব্য-সাহিত্যের কথা – কনক বন্দ্যোপাধ্যায় | Download |
আধুনিক বাংলা কাব্য (১ম পর্ব) – তারাপদ মুখোপাধ্যায় | Download |
আধুনিক বাংলা কাব্যপরিচয় – দীপ্তি ত্রিপাঠী | Download |
ঊনবিংশ শতাব্দীর বাংলা গীতিকাব্য – অরুণকুমার মুখোপাধ্যায় | Download |
রবীন্দ্রানুসারী কবিসমাজ – অরুণকুমার মুখোপাধ্যায় | Download |
সমালোচনা সাহিত্য পরিচয় – শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় | Download |
শকুন্তলা ও সীতার বনবাস – উজ্জ্বলকুমার মজুমদার | Download |
বাংলা ছন্দ – শশিভূষণ ভট্টাচার্য | Download |
ছন্দ-তত্ত্ব ও ছন্দ বিবর্তন – তারাপদ ভট্টাচার্য | Download |
ছন্দ-জিজ্ঞাসা – প্রবোধচন্দ্র সেন | Download |
ছন্দ – প্রবোধচন্দ্র সেন | Download |
বাংলা পদাবলীর ছন্দ – আনন্দমোহন বসু | Download |
বাংলা ছন্দের মূলসূত্র – অমূল্যধন মুখোপাধ্যায় | Download |
আধুনিক বাংলা ছন্দ (১ম পর্ব) – নীলরতন সেন | Download |
আধুনিক বাংলা ছন্দ (২য় পর্ব) – নীলরতন সেন | Download |
নূতন ছন্দ পরিক্রমা – প্রবোধচন্দ্র সেন | Download |
ছন্দ – আবদুল মান্না সৈয়দ | Download |
বাংলা ছন্দ – শ্রীসুধীভূষণ উট্টাচার্য | Download |
বাংলা কবিতার ছন্দ – শ্রীমোহিতলাল মজুমদার | Download |
আধুনিক বাংলা কবিতা: বিচার ও বিশ্লেষণ – জীবেন্দ্র সিংহ রায় | Download |
ছন্দ ও অলংকার – অতীন্দ্র মজুমদার | Download |
ছন্দ ও অলংকার – অজয় কুমার চক্রবর্তী | Download |
বাংলা অলংকার – জীবেন্দ্র সিংহ রায় | Download |
অলংকার-চন্দ্রিকা – শ্যামাপদ চক্রবর্তী | Download |
আধুনিক বাংলা প্রবন্ধ সাহিত্যের ধারা – অধীর দে | Download |
বাংলা গদ্যরীতির ইতিহাস – অরুণকুমার মুখোপাধ্যায় | Download |
বাংলা গদ্যের শিল্পী সমাজ – অরুণকুমার মুখোপাধ্যায় | Download |
বাংলা গদ্যসাহিত্যের ইতিহাস – সজনীকান্ত দাশ | Download |
চিন্তানায়ক বঙ্কিমচন্দ্র – ভবতোষ দত্ত | Download |
বঙ্কিম-প্রসঙ্গ – সুরেশচন্দ্র সমাজপতি | Download |
রামেন্দ্রসুন্দর জীবন-কথা – শ্রীআশুতোষ বাজপেয়ী | Download |
বুদ্ধদেব বসু: স্রস্টা ও সৃষ্টি – ধ্রুবকুমার মুখোপাধ্যায় | Download |
আধুনিক বাংলা প্রবন্ধ সাহিত্যের ধারা – অধীর দে | Download |
বাংলা গদ্যরীতির ইতিহাস – অরুণকুমার মুখোপাধ্যায় | Download |
বাংলা উপন্যাসের কালান্তর – সরোজ বন্দোপাধ্যায় | Download |
বঙ্গসাহিত্যে উপন্যাসের ধারা – শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় | Download |
সমালোচনা-সাহিত্য-পরিচয় – শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় | Download |
চিন্তানায়ক বঙ্কিমচন্দ্র – ভবতোষ দত্ত | Download |
বাংলা নাটকের ইতিহাস – অজিত কুমার ঘোষ | Download |
বাংলা নাটকের ইতিবৃত্ত – হেমেন্দ্রনাথ দাশগুপ্ত | Download |
বাংলা নাট্য সাহিত্যের ইতিহাস (১ম খণ্ড) – আশুতোষ ভট্টাচার্য | Download |
বাংলা নাট্য সাহিত্যের ইতিহাস (২য় খণ্ড) – আশুতোষ ভট্টাচার্য | Download |
সামাজিক নাটকের বিবর্তন – আশুতোষ ভট্টাচার্য | Download |
নাট্য সাহিত্যের আলোচনা ও নাটক বিচার – সাধনকুমার ভট্টাচার্য | Download |
উনিশ শতকের সমাজ আন্দোলন ও বাংলা নাটকের আদিপর্ব – শম্ভুনাথ বীট | Download |
শত বছরের বাংলা নাটকে নারীর অবস্থান – সুনীতি বিশ্বাস | Download |
বাংলা নাটকের বিবর্তন – সুরেশচন্দ্র মৈত্র | Download |
বাংলা সাহিত্যে নাটকের ধারা – বৈদ্যনাথ শীল | Download |
রবীন্দ্র নাটকের ভারধারা – মনোরঞ্জন জানা | Download |
রবীন্দ্র-নাটক-প্রসঙ্গ | Download |
রবীন্দ্র নাট্যধারা – আশুতোষ ভট্টাচার্য | Download |
দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন বাংলা নাটক ও নাট্যশালা – সুপ্রভাত চক্রবর্তী | Download |
দেশাত্মবোধক ও ঐতিহাসিক বাংলা নাটক – প্রভাত কুমার গোস্বামী | Download |
উনিশ শতকের দর্পণ নাটক – প্রভাতকুমার গোস্বামী | Download |
রবীন্দ্র নাট্য-পরিক্রমা – উপেন্দ্রনাথ ভট্টাচার্য | Download |
বাংলা উপন্যাস – কুমার বন্দ্যোপাধ্যায় | Download |
বাংলা উপন্যাসের উৎস সন্ধানে – অশোককুমার দে | Download |
বাংলা উপন্যাসের কালান্তর – সরোজ বন্দোপাধ্যায় | Download |
বঙ্গসাহিত্যে উপন্যাসের ধারা – শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় | Download |
বিষয়: বাংলা উপন্যাস – বীরেন চন্দ | Download |
কালের প্রতিমা (বাংলা উপন্যাসের পঞ্চাশ বছর) – অরুণ কুমার মুখোপাধ্যায় | Download |
বাংলা সাহিত্যে ঐতিহাসিক উপন্যাস – বিজিতকুমার দত্ত | Download |
সাহিত্যকোষ: কথাসাহিত্য – অলোক রায় | Download |
বাংলা কথাসাহিত্য প্রসঙ্গ: গোপিকানাথ রায়চৌধুরী | Download |
দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সমকালীন বাংলা কথাসাহিত্য – গোপিকানাথ রায়চৌধুরী | Download |
কালের পুত্তলিকা – অরুণকুমার মুখোপাধ্যায় | Download |
বাংলা সাহিত্যের ছোটগল্প ও গল্পকার – ভূদেব চৌধুরী | Download |
বাংলা সাহিত্যে ছোটগল্পের ধারা: উত্তরভাগ – কুমার বন্দ্যোপাধ্যায় | Download |
সাহিত্যে ছোটগল্প – নারায়ণ গঙ্গোপাধ্যায় | Download |
বাংলা গল্প বিচিত্রা – নারায়ণ গঙ্গোপাধ্যায় | Download |
বাংলা ছোটগল্প (১৮৭৩-১৯২৩) – শিশিরকুমার দাশ | Download |
কবি শ্রীমধুসূদনের বীরাঙ্গনা কাব্য – অমরেন্দ্র গণাই | Download |
গীতিকবি শ্রীমধুসূদন – আশুতোষ ভট্টাচার্য | Download |
কাব্যসাহিত্যে মাইকেল মধুসূদন দত্ত – কনক বন্দ্যোপাধ্যায় | Download |
মাইকেল মধুসূদন দত্তের জীবনচরিত – সুখময় মুখোপাধ্যায় | Download |
মধুসূ্দন: সাহিত্যপ্রতিভা ও শিল্পী-ব্যক্তিত্ব | Download |
মাইকেল মধুসূদন দত্ত: জীবন ও সাহিত্য – সুখময় মুখোপাধ্যায় | Download |
মাইকেল মধুসূদন দত্তের জীবনচরিত – যোগীন্দ্রনাথ বসু | Download |
মধুসূদনের কবি-আত্মা ও কাব্যশিল্প – ক্ষেত্র গুপ্ত | Download |
কবি মধুসূদন ও তাঁর পত্রাবলী – ক্ষেত্র গুপ্ত | Download |
রবীন্দ্রনাথের বলাকা: গতিরাগের কাব্য – সুজয়কুমার মাইতি | Download |
বলাকা কাব্য পরিক্রমা – ক্ষিতিমোহন সেন | Download |
জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ (১ম খণ্ড) | Download |
আধুনিক বাংলা কবিতা – হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় | Download |
রবীন্দ্রনাথ-নজরুল-জীবনানন্দ – ইন্দুভূষণ দাশ | Download |
কপালকুণ্ডলা – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় | Download |
কথাসাহিত্যে বঙ্কিমচন্দ্র – সুধাকর চট্টোপাধ্যায় | Download |
বঙ্কিমচন্দ্র ও উত্তরকাল – প্রমথনাথ বিশী | Download |
বঙ্কিমচন্দ্র জীবন ও সাহিত্য: গোপালচন্দ্র রায় | Download |
রবীন্দ্র উপন্যাস সংগ্রহ | Download |
রবীন্দ্রবিচিত্রা – প্রমথনাথ বিশী | Download |
রবীন্দ্রনাথের উপন্যাস – মনোরঞ্জন জানা | Download |
রবীন্দ্রনাথের উপন্যাস – পুলকেশ দে সরকার | Download |
কবি – তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় | Download |
ঔপন্যসিক তারাশঙ্কর – মুক্তি চৌধুরী | Download |
তারাশঙ্কর স্মারকগ্রন্থ – ভীষ্মদেব চৌধুরী | Download |
সোনার মলাট: তারাশঙ্কর – শ্যামল চক্রবর্তী | Download |
তারাশঙ্কর: সমকাল ও উত্তরকালের দৃষ্টিতে – ধ্রুবকুমার মুখোপাধ্যায় | Download |
তারাশঙ্কর: দেশ-কাল-সাহিত্য – উজ্জ্বলকুমার মজুমদার | Download |
তারাশঙ্কর অন্বেষা – সরোজ বন্দ্যোপাধ্যায় | Download |
ভারতশিল্পী তারাশঙ্কর – জগদীশ ভট্টাচার্য | Download |
তারাশঙ্কর – হরপ্রসাদ মিত্র | Download |
সধবার একাদশী – দীনবন্ধু মিত্র | Download |
দীনবন্ধু মিত্র – সুশীলকুমার দে | Download |
দীনবন্ধু মিত্র: কবি ও নাট্যকার – মিহিরকুমার দাস | Download |
দীনবন্ধু মিত্র – অজিতকুমার ঘোষ | Download |
রায় দীনবন্ধু মিত্র বাহাদুরের জীবনী – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় | Download |
সাজাহান – দ্বিজেন্দ্রলাল রায় | Download |
দ্বিজেন্দ্রলাল রায়: কবি ও নাট্যকার | Download |
দ্বিজেন্দ্রলাল রায় – শ্রীনবকৃষ্ণ ঘোষ | Download |
উদাসী দ্বিজেন্দ্রলাল – দিলীপকুমার রায় | Download |
ডাকঘর – রবীন্দ্রনাথ ঠাকুর | Download |
রবীন্দ্র নাট্যপ্রবাহ (১ম খণ্ড) – প্রমথনাথ বিশী | Download |
রবীন্দ্র নাট্যপ্রবাহ (২য় খণ্ড) – প্রমথনাথ বিশী | Download |
রবীন্দ্র নাট্যপরিক্রমা – উপেন্দ্রনাথ ভট্টাচার্য | Download |
রবীন্দ্র নাট্য সমীক্ষা – কনক বন্দ্যোপাধ্যায় | Download |
রবীন্দ্র নাট্য সাহিত্যের ভূমিকা – সাধনকুমার ভট্টাচার্য | Download |
রবীন্দ্র-নাট্যকল্পনা: অন্যান্য প্রসঙ্গ – কানাই সামন্ত | Download |
রবীন্দ্রনাথের রূপকনাট্য – শান্তিকুমার দাশগুপ্ত | Download |
বাংলা থিয়েটারের ইতিহাস – দর্শন চৌধুরী | Download |
রঙ্গমঞ্চ – অমরেন্দ্রনাথ মুখোপাধ্যায় | Download |
নাট্যভাবনা – অমর বন্দ্যোপাধ্যায় | Download |
শ্রীরামকৃষ্ণ ও বঙ্গ রঙ্গমঞ্চ – আবুল বারক আলভী | Download |
বাংলা পেশাদারি থিয়েটার: একটি ইতিহাস | Download |
নাট্যমঞ্চ নাট্যরূপ – পবিত্র সরকার | Download |
নাট্যতত্ত্ব বিচার – দুর্গাশঙ্কর মুখোপাধ্যায় | Download |
রঙ্গালয়ে ত্রিশ বছর – অপরেশচন্দ্র মুখোপাধ্যায় | Download |
বাংলা সাময়িক পত্র (১ম খণ্ড) – ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় | Download |
বাংলা সাময়িক পত্র (২য় খণ্ড) – ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় | Download |
সংবাদপত্রে সেকালের কথা (১ম খণ্ড) -ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় | Download |
সংবাদপত্রে সেকালের কথা (২য় খণ্ড) -ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় | Download |
সংবাদপত্রে সেকালের কথা (৩য় খণ্ড) -ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় | Download |
বাংলা সংবাদপত্র ও বাঙালির নবজাগরণ – পার্থ চট্টোপাধ্যায় | Download |
রবীন্দ্র নাট্যপ্রবাহ (১ম খণ্ড) – প্রমথনাথ বিশী | Download |
রবীন্দ্র নাট্যপ্রবাহ (২য় খণ্ড) – প্রমথনাথ বিশী | Download |
রবীন্দ্র নাট্যপরিক্রমা – উপেন্দ্রনাথ ভট্টাচার্য | Download |
রবীন্দ্র নাট্য সমীক্ষা – কনক বন্দ্যোপাধ্যায় | Download |
রবীন্দ্র নাট্য সাহিত্যের ভূমিকা – সাধনকুমার ভট্টাচার্য | Download |
রবীন্দ্র-নাট্যকল্পনা: অন্যান্য প্রসঙ্গ – কানাই সামন্ত | Download |
রবীন্দ্রনাথের রূপকনাট্য – শান্তিকুমার দাশগুপ্ত | Download |
রবীন্দ্রবিচিত্রা – প্রমথনাথ বিশী | Download |
রবীন্দ্রনাথের উপন্যাস – মনোরঞ্জন জানা | Download |
রবীন্দ্রনাথের উপন্যাস – পুলকেশ দে সরকার | Download |
কবিমানসী (১ম খণ্ড: জীবনভাষ্য) – শ্রীজগদীশ ভট্টাচার্য | Download |
কবিমানসী (২য় খণ্ড) – শ্রীজগদীশ ভট্টাচার্য | Download |
রবীন্দ্র কবিতাশতক – শ্রীজগদীশ ভট্টাচার্য | Download |
রবীন্দ্র কাব্য-পরিক্রমা – উপেন্দ্রনাথ ভট্টাচার্য | Download |
রবীন্দ্র কাব্য প্রবাহ – প্রমথনাথ বিশী | Download |
রবীন্দ্রনাথ: জীবন ও সাহিত্য -সজনীকান্ত দাশ | Download |
রবীন্দ্র সৃষ্টি-সমীক্ষা – শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় | Download |
রবীন্দ্র-মণীষা – অরুণকুমার মুখোপাধ্যায় | Download |
রবীন্দ্র সাহিত্যের ভূমিকা – নীহাররঞ্জন রায় | Download |
কবিগুরু – অমূল্যধন মুখোপাধ্যায় | Download |
রবি-প্রদক্ষিণ – চারুচন্দ্র ভট্টাচার্য | Download |
কবি রবীন্দ্রনাথ ও রবীন্দ্রকাব্য – মোহিতলাল মজুমদার | Download |
রবীন্দ্র-স্মরণী – প্রমথনাথ বিশী | Download |
রবি-রশ্মি (১ম) – চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় | Download |
রবি-রশ্মি (২য়) – চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় | Download |
প্রকৃতির কবি রবীন্দ্রনাথ – অমিয়কুমার সেন | Download |
বাংলা ভাষাতত্ত্বের ভূমিকা – সুনীতিকুমার চট্টোপাধ্যায় | Download |
বাংলা ভাষাপ্রসঙ্গে – সুনীতিকুমার চট্টোপাধ্যায় | Download |
ভাষা-প্রকাশ বাংলা ব্যাকরণ – সুনীতিকুমার চট্টোপাধ্যায় | Download |
সাধারণ ভাষাবিজ্ঞান ও বাংলা ভাষা – রামেশ্বর শ | Download |
ভাষার ইতিবৃত্ত – সুকুমার সেন | Download |
ভারতের ভাষা ও ভাষা-সমস্যা – সুনীতিকুমার চট্টোপাধ্যায় | Download |
Leave a Reply