//
//

শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের তিনটি প্রধান চরিত্র আলোচনা কর।

রাধা চরিত্র

বড়ু চণ্ডীদাস শ্রীকৃষ্ণকীর্তনের রাধা চরিত্র অঙ্কন করে বাংলা সাহিত্যের ইতিহাসে অমর। পূর্ণাঙ্গ মানবীরূপে গড়ে তোলার জন্য রাধাকে মনস্তত্ত্বসম্মতভাবে উপস্থাপন করেছেন আমাদের সামনে। রাধা এগার বছরের ‘বালী’ থেকে কীভাবে দেহচেতনার পথ ধরে প্রেমময়ী নারী হয়ে উঠল তার বিকাশোন্মুখ দিকগুলি বড়ু চণ্ডীদাস নিখুঁতভাবে এঁকেছেন। প্রথমে কৃষ্ণের প্রতি বীতরাগ থাকলেও ধীরে ধীরে সে পরিণত হয়েছে কৃষ্ণানুরাগিনীতে।

‘জন্মখণ্ডে’ রাধা-কৃষ্ণের জন্মবৃত্তান্ত বর্ণিত। ‘তাম্বুলখণ্ড’ থেকে চরিত্রত্রয়ী ক্রিয়া-প্রতিক্রিয়ার সঙ্গে সঞ্জীবিত। এই খণ্ডে বড়াই-এর মুখে রাধার রূপের বর্ণনা শুনে কৃষ্ণ তাকে পাওয়ার জন্য ব্যাকুল। কৃষ্ণের পাঠানো তাম্বুল-কপূর পদদলিত করে কৃষ্ণের প্রেমকে অস্বীকার করেছেন। ‘দানখণ্ডে’ এসে রাধা কৃষ্ণের কাছ থেকে নিজেকে যতদূর সম্ভব রক্ষা করার চেষ্টা করেছে কিন্তু শেষ রক্ষা হয়নি। পাশবিক শক্তি প্রয়োগ করে রাধাকে সম্ভোগ করেছে। গোঁয়ার কৃষ্ণ। কিন্তু সেখানে রাধার কোন জৈব-মানসিক সম্পর্কের স্থান নেই। তবে পরবর্তীকালে নৌকাখণ্ড, বৃন্দাবণখণ্ডে বার বার দেহ মিলনের মধ্যে দিয়ে তার মনে কৃষ্ণ-কামনা প্রাপ্তি ঘটেছে। বংশীখণ্ডে এসে আইহনের প্রেম নীরস জীবন তার কাছে মূল্যহীন। তাই কৃষ্ণই একমাত্র কামনার কেন্দ্র হয়ে উঠেছে।

শ্রীকৃষ্ণের মোহন বাঁশি রাধার হৃদয়-মন হরণ করে নিল। বাঁশির শব্দ কর্ণকুহরে প্রবেশ করলে রাধা বড়াইকে বলে ওঠে—

কে না বাঁশী বাএ বড়ায়ি কালিনী নই কূলে।

কে না বাঁশী বাএ বড়ায়ি এ গোঠ গোকুলে।।

আকুল শরীর মোর বেআকুল মন।

বাঁশীর শবদেঁ মো আউলাইলোঁ রান্ধন।।

কৃষ্ণ মুরলী রাধার চোখে ঝরিয়েছে অশ্রুর ধারা—

আবার বারএ মোর নয়নের পাণী।

কৃষ্ণপ্রেমে বিভোর রাধা কৃষ্ণের দাসী হয়ে, তার পায়ে নিজেকে আত্মসমর্পণ করতে চেয়েছেন—

দাসী হআঁ তার পাএ নিশিবো আপনা।।

সমাজ সংসার তার কাছে আজ তুচ্ছ মনে হয়েছে। রাধার চিত্ত বিচলিত। তার প্রভাব পড়েছে রন্ধনে—

আম্বল ব্যঞ্জনে মো বেশোআর দিলোঁ।

সাকে দিলোঁ কানাআঁ পাণী।।

এরকম বিপর্যয় দেখে মনে হয় রাধা সম্পূর্ণ কৃষ্ণাভিমুখী। বড়াইর পরামর্শে রাধা কর্তৃক বাঁশি চুরি পর কৃষ্ণের কাকুতি মিনতি দেখে বাঁশি প্রত্যার্পন। বংশীখণ্ডের অন্তিমে রাধা-র সম্পূর্ণ আত্মনিবেদন—

আজি হৈতে চন্দ্রাবলী হৈল তোর দাসী।

কৃষ্ণ চরিত্র

শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কেন্দ্রীয় চরিত্র কৃষ্ণ। জন্মখণ্ডে মর্তে কৃষ্ণের আবির্ভাব সম্পর্কে জানাও হয়েছে। তাম্বুল খণ্ড থেকে গ্রাম্য রাখাল জাতীয় চরিত্র কৃষ্ণ অতি সক্রিয়। সুন্দরী রাধার প্রতি তার কামলোলুপ দৃষ্টি দেখে তাকে লাপট্য জাতীয় পুরুষ চরিত্র বলে মনে হয়। রাধাকে সে ছলে বলে সম্ভোগ করেছে এবং বংশীখণ্ডে রাধাকে বংশী ধ্বনিতে উন্মাদিনী করে তুলেছে। বংশীখণ্ডে কৃষ্ণ যমুনার ঘাটে রাধা সহ গোপবালাদের লক্ষ করে নানা রকম রঙ্গরসিকতার সঙ্গে করতাল মৃদঙ্গ বাজিয়ে রাধাকে আকর্ষণের চেষ্টা করছে। মনোহর সুবর্ণ বাঁশি নির্মাণ করে অলক্ষ্যে থেকে রাধাকে উতলা করে তুলেছে।

বংশীখণ্ডে কৃষ্ণ যেন নিজেকে প্রচ্ছন্ন রাখার কৌশল অবলম্বন করল। এখানে কৃষ্ণের ভূমিকার থেকে তার বাঁশিই প্রধান চরিত্র হয়ে উঠেছে। এখ রাধাই নারী হিসাবে তার প্রেমিক পুরুষের অন্বেষণে রত। রাধার মান অভিমান চাওয়া পাওয়া নিবেদন দেখে তাকে জীবন্ত নারী ছাড়া কিছুই ভাবা যায় না। কিন্তু কৃষ্ণ সব দেখে এক বীতরাগী পুরুষের ছলনা নিয়েছে। তবে বড়াইর অনুরোধে কৃষ্ণের বংশীসহ কদম্বতলে উপস্থিত ও রাধার সঙ্গে মিলন ঘটেছে। বংশীসর্বস্ব কৃষ্ণকে বড়াই নিন্দাউলী মন্ত্রে ঘুম পাড়িয়ে রাধাকে দিয়ে বাঁশি চুরি করিয়েছে। ঘুম থেকে জেগে বাঁশি না পেয়ে—

চারিপাশ চাহী বাঁশী না পায়িআঁ কাঢ়িনান্ত দীর্ঘ রাএ।।

এখানে কৃষ্ণের মধ্যে শিশুসুলভ মনোভাব লক্ষ করা যায়। যা কৃষ্ণের মত পুরুষের শোভা পায় না। তার মখে গ্রাম্য বুলি— (নটকী, গোআলী, ছিনারী, পামরী) বেমানান। কৃষ্ণের পক্ষে রাধার সঙ্গে কলহ করা সাজে না, তার পৌরুষ প্রশ্ন চিহ্নের মুখে এসে দাঁড়ায়। রাধা তার পায়ে দাসী হয়ে প্রাণ সমর্পণ করলেও কৃষ্ণ শুধু দোষ মার্জনা ও অহিত না করার প্রতিশ্রুতি দিয়ে শান্ত থেকেছে। বংশীখণ্ড যে কৃষ্ণ চরিত্র বিবর্তন ও বিরহের পথপ্রস্তুতি তা বোঝা যায়।

বড়াই চরিত্র

সমগ্র শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি তিনটি চরিত্রকে অবলম্বন করে সাফল্যের শিখর স্পর্শ করেছে। রাধাকৃষ্ণের পাশাপাশি বড়াই চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ। বড়াই কখনো দূতী, অভিভাবক, কখনো প্রিয় বন্ধু। জীবনরসরসিক বড়াই— ছলনাময়ী, কপট, প্রগলভতা, স্নেহ ভালোবাসায় মেশানো এক প্রৌঢ়া নারীচরিত্র। রাধার রক্ষণাবেক্ষণের জন্য তাকে নিয়োগ করা হয়েছে। প্রতিটি খণ্ডেরর ঘটনার সঙ্গে তার সম্পর্ক গভীরভাবে যুক্ত। তাম্বুলখণ্ড থেকে রাধাবিরহ পর্যন্ত সে রাধা ও কৃষ্ণের মধ্যে মধ্যস্থতা করেছে। কখনো রাধার বিরাগভাজন হয়েছে, আবার কখনো নির্ভরশীল বন্ধুতে পরিণত হয়েছে।

তাম্বুলখণ্ড, দানখণ্ডে কৃষ্ণের কাছে রাধাকে পৌঁছে দেবার সমস্ত পরিকল্পনা ও চেষ্টা লক্ষ করা যায়—

শেত চামর সম কেশ। কপাল ভাঙ্গিল দুই পাশে।।

ভ্রুহি চুনরেখ যেহ্ন দেখি। কোটর বাটুল দুই আখি।।

বৃদ্ধা কুটনী জাতীয় রমণী ছাড়া অন্যদুটি চরিত্র যেন অচল। রাধা-কৃষ্ণ চরিত্রদ্বয়ের সবলতার জন্য বড়াই অপরিহার্য। ‘বাণখণ্ডে’ এসে বড়াই-এর স্নেহ বাৎসল্য খুব বেশি করে দেখা দিয়েছে। পুষ্পবানে আহত রাধাকে দেখে যেমন স্নেহশীল তেমন কৃষ্ণের অহিত কর্মের জন্য পাওনা হয়েছে তিরস্কার। ‘বংশীখণ্ডে’ এসে বড়াই রাধার একান্ত সুখ দুঃখের সাথী হয়ে উঠেছে। কৃষ্ণের জন্য রাধার আকুলতা বড়াইকে উদ্বিগ্ন করে তুলেছে। রাধার কথা শুনে বড়াই—

যেত কিছু বুয়িলে মোর পরাণ নাতিনী।

বড় দুখ উপছিল মনে তাকে সুণী।।

কৃষ্ণের জন্য রাধা প্রাণত্যাগের কথা জানালে বড়াই স্নেহশীলা নারীর মতো তাকে উপদেশ দিয়েছে এবং কৃষ্ণকে এনে দেবার প্রতিশ্রুতি দিয়েছে। বৃদ্ধা অসমর্থ শরীর নিয়ে কৃষ্ণ অন্বেষণে রত হয়েছে এবং উভয়ের মিলন ঘটাতে বিশেষ ভূমিকা পালন করেছে।

বংশীখণ্ডে উভয়ের সাক্ষাত ঘটানোর জন্য বড়াই রাধার সঙ্গে পরামর্শ করে কৃষ্ণকে ‘নিন্দাউলি’ মন্ত্রে ঘুম পাড়িয়েছে এবং রাধাকে দিয়ে কৃষ্ণের বাঁশি চুরি করিয়েছে। বাঁশি চুরির পর বড়াই-এর কথামত রাধা কৃষ্ণের মোহন বাঁশি কলসীর ভিতর লুকিয়ে রেখেছে। নিদ্রা ভাঙলে কৃষ্ণ তার বাঁশি খুঁজে না পেয়ে কান্নায় ভেঙে পড়েছে, তখন প্রিয় নাতির জন্য বড়াই-এর স্নেহ জেগে ওঠেছে। সে রাধাকে বাঁশি ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। কাব্যের শেষপর্যন্ত বড়াই চরিত্রটি, রাধা ও কৃষ্ণের মিলন ঘটাতে প্রধান ভূমিকা পালন করেছে। বড়াই চরিত্রটি সমগ্র কাব্যের কাহিনিকে সচল রেখেছে এবং রাধা-কৃষ্ণের মিলন ঘটাতে সেতুর ভূমিকা পালন করেছে।

সবমিলিয়ে বলা যায় বড়ু চণ্ডীদাস শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে তিনটি চরিত্রকে জীবন্ত রূপে আঁকলেন। তাদের মধ্যে রাধা চরিত্রকে বিশেষ মমতা দিয়ে গড়লেন, যা এই কাব্যের কেন্দ্রীয় চরিত্র। এছাড়া কৃষ্ণ ও বড়াই চরিত্রদ্বয়ও কাব্যের আখ্যানে গুরুত্বপূর্ণ।

তথ্যসূত্র:

বাঙ্গালা সাহিত্যের কথা – সুকুমার সেনDownload
বাঙ্গালা সাহিত্যের ইতিহাস – সুকুমার সেন (১ম খণ্ড)Download
বাঙ্গালা সাহিত্যের ইতিহাস – সুকুমার সেন (২য় খণ্ড)Download
বাঙ্গালা সাহিত্যের ইতিহাস – সুকুমার সেন (৩য় খণ্ড)Download
বাঙ্গালা সাহিত্যের ইতিহাস – সুকুমার সেন (৪র্থ খণ্ড)Download
বাঙ্গালা সাহিত্যের ইতিহাস – সুকুমার সেন (৫ম খণ্ড)Download
বাংলা সাহিত্যের ইতিকথা (১ম) – ভূদেব চৌধুরীDownload
বাংলা সাহিত্যের ইতিকথা (২য়) – ভূদেব চৌধুরীDownload
বাংলা সাহিত্যের সংক্ষিপ্ত ইতিবৃত্ত – অসিতকুমার বন্দ্যোপাধ্যায়Download
বাংলা সাহিত্যের ইতিবৃত্ত (১ম) – অসিতকুমার বন্দ্যোপাধ্যায়Download
বাংলা সাহিত্যের ইতিবৃত্ত (২য়) – অসিতকুমার বন্দ্যোপাধ্যায়Download
বাংলা সাহিত্যের ইতিবৃত্ত (৩য়) – অসিতকুমার বন্দ্যোপাধ্যায়Download
বাংলা সাহিত্যের নানাদিক – ব্রজেন্দ্রনাথ ভট্টাচার্যDownload
বাংলা সাহিত্যের সংক্ষিপ্ত ইতিহাস – ভূদেব চৌধুরীDownload
বাংলা সাহিত্যের ইতিহাস – নির্মলেন্দু দাশDownload
বাংলা সাহিত্যের ইতিহাস – আশুতোষ ভট্টাচার্যDownload
বাংলা সাহিত্যের খসড়া – প্রিয়রঞ্জন সেনDownload
বাংলা সাহিত্যের ভূমিকা – নন্দগোপাল সেনগুপ্তDownload
বাংলা সাহিত্যের কথা – নিত্যানন্দবিনোদ গোস্বামীDownload
বাংলা সাহিত্যের ইতিহাস (আদি ও মধ্যযুগ) – তুষারকান্তি মহাপাত্রDownload
প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিকথা – আজাহার ইসলামDownload
প্রাচীন বাঙ্গালা সাহিত্যের ইতিহাস – তমোনশ চন্দ্র দাশগুপ্তDownload
প্রাচীন বাঙ্গালা সাহিত্যের প্রাঞ্জল ইতিহাস – দেবেন্দ্রকুমার ঘোষDownload
মধ্য যুগের কবি ও কাব্য – শঙ্করীপ্রসাদ বসুDownload
বাংলা সাহিত্যের বিকাশের ধারা – শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়Download
বাংলা সাহিত্যের ইতিহাস – আশুতোষ ভট্টাচার্যDownload
বাঙলা সাহিত্যের রূপরেখা (১ম খণ্ড) – গোপাল হালদারDownload
বাঙলা সাহিত্যের রূপরেখা (২য় খণ্ড) – গোপাল হালদারDownload
বাংলা সাহিত্যের ইতিহাস (১-৪) প্রাচীন পর্যায় – নিখিলেশ পুরকাইতDownload
বাংলা সাহিত্য পরিচয় (প্রাচীন ও মধ্যযুগ) – পরেশচন্দ্র ভট্টাচার্যDownload
প্রাচীন ও মধ্য যুগ – গোপাল হালদারDownload
হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহাDownload
চর্যাগীতি-পদাবলী – সুকুমার সেনDownload
চর্যাগীতি পরিক্রমা – নির্মল দাশDownload
চর্যাগীতির ভূমিকা – জাহ্নবীকুমার চক্রবর্তীDownload
চর্যাগীতি পরিচয় – সত্যব্রত দেDownload
মধ্য যুগের কবি ও কাব্য – শঙ্করীপ্রসাদ বসুDownload
মধ্য যুগে বাংলা সাহিত্যের তথ্য ও কালক্রম – সুখময় মুখোপাধ্যায়Download
চণ্ডীমঙ্গল – সুকুমার সেনDownload
কবি ভারতচন্দ্র – শঙ্করীপ্রসাদ বসুDownload
চণ্ডীদাস ও বিদ্যাপতি – শঙ্করীপ্রসাদ বসুDownload
জ্ঞানদাস ও তাহার পদাবলী – বিমানবিহারী মজুমদারDownload
চণ্ডীদাসের পদাবলী – বিমানবিহারী মজুমদারDownload
গোবিন্দদাসের পদাবলী ও তাহার যুগ – বিমানবিহারী মজুমদারDownload
পাঁচশত বৎসরের পদাবলি – বিমানবিহারী মজুমদারDownload
বৈষ্ণব রসপ্রকাশ – ক্ষুদিরাম দাসDownload
বৈষ্ণব কবি প্রসঙ্গে – দেবনাথ বন্দ্যোপাধ্যায়Download
বৈষ্ণব রস-সাহিত্য – খগেন্দ্রনাথ মিত্রDownload
ভারতের শক্তি-সাধনা ও শাক্ত সাহিত্য – শ্রীশশিভূষণ দাশগুপ্তDownload
শাক্ত পদাবলী – শ্রীঅমরেন্দ্রনাথ রায়Download
শাক্তপদাবলী ও শক্তিসাধনা – শ্রীজাহ্নবীকুমার চক্রবর্তীDownload
শাক্ত পদাবলী – ধ্রুবকুমার মুখোপাধ্যায়Download
শ্রীচৈতন্যভাগবত – শ্রীবৃন্দাবন দাস ঠাকুরDownload
চণ্ডীমঙ্গল – সুকুমার সেনDownload
কবিকঙ্কণ চণ্ডী – মুকুন্দরাম চক্রবর্তীDownload
চণ্ডীমঙ্গল বোধিনী – চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়Download
চণ্ডীমঙ্গল – বিজন বিহারী ভট্টাচার্যDownload
চণ্ডীমঙ্গল – শ্রীঅনিল বরণ গঙ্গোপাধ্যায়Download
ভারতচন্দ্রের অন্নদামঙ্গল – জয়িতা দত্তDownload
ভারতচন্দ্রের অন্নদামঙ্গল – শ্রীব্রজেন্দ্রনাথ ভট্টাচার্যDownload
অন্নদামঙ্গল – রায়গুণাকর ভারতচন্দ্রDownload
ভারতচন্দ্র – মদনমোহন গোস্বামীDownload
কবি ভারতচন্দ্র – শঙ্করীপ্রসাদ বসুDownload
বাঙলা মঙ্গলকাব্যের ইতিহাস – শ্রীআশুতোষ ভট্টাচার্যDownload
বাংলা সাহিত্যের ইতিহাস – আশুতোষ ভট্টাচার্যDownload
বাঙলা সাহিত্যের রূপরেখা (১ম খণ্ড) – গোপাল হালদারDownload
বাঙলা সাহিত্যের রূপরেখা (২য় খণ্ড) – গোপাল হালদারDownload
বাংলা সাহিত্যের সংক্ষিপ্ত ইতিবৃত্ত – অসিতকুমার বন্দ্যোপাধ্যায়Download
মধ্য যুগের কবি ও কাব্য – শঙ্করীপ্রসাদ বসুDownload
পাঁচশত বৎসরের পদাবলি – বিমানবিহারী মজুমদারDownload
বৈষ্ণব রসপ্রকাশ – ক্ষুদিরাম দাসDownload
বৈষ্ণব কবি প্রসঙ্গে – দেবনাথ বন্দ্যোপাধ্যায়Download
আধুনিক বাংলা কবিতা – বুদ্ধদেব বসুDownload
আধুনিক বাংলা কবিতা: বিচার ও বিশ্লেষণ – জীবেন্দ্র সিংহ রায়Download
আধুনিক বাংলা কবিতা – আবু সায়ীদ আইয়ুবDownload
আধুনিক কবিতার ভূমিকা – সঞ্জয় ভট্টচার্যDownload
আধুনিক কবিতার দিগবলয় – অশ্রুকুমার শিকদারDownload
বাংলা সাহিত্যের বিকাশের ধারা – শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়Download
বাংলা কাব্য-সাহিত্যের কথা – কনক বন্দ্যোপাধ্যায়Download
আধুনিক বাংলা কাব্য (১ম পর্ব) – তারাপদ মুখোপাধ্যায়Download
আধুনিক বাংলা কাব্যপরিচয় – দীপ্তি ত্রিপাঠীDownload
বাংলা কবিতার নবজন্ম – সুরেশচন্দ্র মৈত্রDownload
বাংলা সাহিত্যে গদ্য – সুকুমার সেনDownload
বাংলা সাহিত্যের নবযুগ – শশিভূষণ দাশগুপ্তDownload
আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাস – ক্ষেত্র গুপ্তDownload
বাংলা  গদ্যরীতির ইতিহাস – অরুণকুমার মুখোপাধ্যায়Download
বাংলা গদ্যের শিল্পী সমাজ – অরুণকুমার মুখোপাধ্যায়Download
সাহিত্য-সন্ধান – অরুণকুমার মুখোপাধ্যায়Download
বাংলা গদ্য সাহিত্যের ইতিহাস – জহরলাল বসুDownload
বাংলা গদ্যসাহিত্যের ইতিহাস – সজনীকান্ত দাশDownload
বাংলা গদ্যের পদাঙ্ক – প্রমথনাথ বিশীDownload
আধুনিক বাংলা প্রবন্ধ সাহিত্যের ধারা – অধীর দেDownload
বাংলা গদ্যের চারযুগ – শ্রীমনোমোহন ঘোষDownload
বাংলা কবিতার নবজন্ম – সুরেশচন্দ্র মৈত্রDownload
আধুনিক বাংলা কবিতা – বুদ্ধদেব বসুDownload
আধুনিক বাংলা কবিতা: বিচার ও বিশ্লেষণ – জীবেন্দ্র সিংহ রায়Download
আধুনিক বাংলা কবিতা – আবু সায়ীদ আইয়ুবDownload
আধুনিক কবিতার ভূমিকা – সঞ্জয় ভট্টচার্যDownload
আধুনিক কবিতার দিগবলয় – অশ্রুকুমার শিকদারDownload
বাংলা কাব্য-সাহিত্যের কথা – কনক বন্দ্যোপাধ্যায়Download
আধুনিক বাংলা কাব্য (১ম পর্ব) – তারাপদ মুখোপাধ্যায়Download
আধুনিক বাংলা কাব্যপরিচয় – দীপ্তি ত্রিপাঠীDownload
ঊনবিংশ শতাব্দীর বাংলা গীতিকাব্য  – অরুণকুমার মুখোপাধ্যায়Download
রবীন্দ্রানুসারী কবিসমাজ – অরুণকুমার মুখোপাধ্যায়Download
সমালোচনা সাহিত্য পরিচয় – শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়Download
শকুন্তলা ও সীতার বনবাস – উজ্জ্বলকুমার মজুমদারDownload
বাংলা ছন্দ – শশিভূষণ ভট্টাচার্যDownload
ছন্দ-তত্ত্ব ও ছন্দ বিবর্তন – তারাপদ ভট্টাচার্যDownload
ছন্দ-জিজ্ঞাসা – প্রবোধচন্দ্র সেনDownload
ছন্দ – প্রবোধচন্দ্র সেনDownload
বাংলা পদাবলীর ছন্দ – আনন্দমোহন বসুDownload
বাংলা ছন্দের মূলসূত্র – অমূল্যধন মুখোপাধ্যায়Download
আধুনিক বাংলা ছন্দ (১ম পর্ব) – নীলরতন সেনDownload
আধুনিক বাংলা ছন্দ (২য় পর্ব) – নীলরতন সেনDownload
নূতন ছন্দ পরিক্রমা – প্রবোধচন্দ্র সেনDownload
ছন্দ – আবদুল মান্না সৈয়দDownload
বাংলা ছন্দ  – শ্রীসুধীভূষণ উট্টাচার্যDownload
বাংলা কবিতার ছন্দ – শ্রীমোহিতলাল মজুমদারDownload
আধুনিক বাংলা কবিতা: বিচার ও বিশ্লেষণ – জীবেন্দ্র সিংহ রায়Download
ছন্দ ও অলংকার – অতীন্দ্র মজুমদারDownload
ছন্দ ও অলংকার – অজয় কুমার চক্রবর্তীDownload
বাংলা অলংকার – জীবেন্দ্র সিংহ রায়Download
অলংকার-চন্দ্রিকা – শ্যামাপদ চক্রবর্তীDownload
আধুনিক বাংলা প্রবন্ধ সাহিত্যের ধারা – অধীর দেDownload
বাংলা  গদ্যরীতির ইতিহাস – অরুণকুমার মুখোপাধ্যায়Download
বাংলা গদ্যের শিল্পী সমাজ – অরুণকুমার মুখোপাধ্যায়Download
বাংলা গদ্যসাহিত্যের ইতিহাস – সজনীকান্ত দাশDownload
চিন্তানায়ক বঙ্কিমচন্দ্র – ভবতোষ দত্তDownload
বঙ্কিম-প্রসঙ্গ – সুরেশচন্দ্র সমাজপতিDownload
রামেন্দ্রসুন্দর জীবন-কথা – শ্রীআশুতোষ বাজপেয়ীDownload
বুদ্ধদেব বসু: স্রস্টা ও সৃষ্টি – ধ্রুবকুমার মুখোপাধ্যায়Download
আধুনিক বাংলা প্রবন্ধ সাহিত্যের ধারা – অধীর দেDownload
বাংলা  গদ্যরীতির ইতিহাস – অরুণকুমার মুখোপাধ্যায়Download
বাংলা উপন্যাসের কালান্তর – সরোজ বন্দোপাধ্যায়Download
বঙ্গসাহিত্যে উপন্যাসের ধারা – শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়Download
সমালোচনা-সাহিত্য-পরিচয় – শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়Download
চিন্তানায়ক বঙ্কিমচন্দ্র – ভবতোষ দত্তDownload
বাংলা নাটকের ইতিহাস – অজিত কুমার ঘোষDownload
বাংলা নাটকের ইতিবৃত্ত – হেমেন্দ্রনাথ দাশগুপ্তDownload
বাংলা নাট্য সাহিত্যের ইতিহাস (১ম খণ্ড) – আশুতোষ ভট্টাচার্যDownload
বাংলা নাট্য সাহিত্যের ইতিহাস (২য় খণ্ড) – আশুতোষ ভট্টাচার্যDownload
সামাজিক নাটকের বিবর্তন – আশুতোষ ভট্টাচার্যDownload
নাট্য সাহিত্যের আলোচনা ও নাটক বিচার – সাধনকুমার ভট্টাচার্যDownload
উনিশ শতকের সমাজ আন্দোলন ও বাংলা নাটকের আদিপর্ব  – শম্ভুনাথ বীটDownload
শত বছরের বাংলা নাটকে নারীর অবস্থান – সুনীতি বিশ্বাসDownload
বাংলা নাটকের বিবর্তন – সুরেশচন্দ্র মৈত্রDownload
বাংলা সাহিত্যে নাটকের ধারা – বৈদ্যনাথ শীলDownload
রবীন্দ্র নাটকের ভারধারা – মনোরঞ্জন জানাDownload
রবীন্দ্র-নাটক-প্রসঙ্গDownload
রবীন্দ্র নাট্যধারা – আশুতোষ ভট্টাচার্যDownload
দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন বাংলা নাটক ও নাট্যশালা – সুপ্রভাত চক্রবর্তীDownload
দেশাত্মবোধক ও ঐতিহাসিক বাংলা নাটক – প্রভাত কুমার গোস্বামীDownload
উনিশ শতকের দর্পণ নাটক  – প্রভাতকুমার গোস্বামীDownload
রবীন্দ্র নাট্য-পরিক্রমা – উপেন্দ্রনাথ ভট্টাচার্যDownload
বাংলা উপন্যাস – কুমার বন্দ্যোপাধ্যায়Download
বাংলা উপন্যাসের উৎস সন্ধানে – অশোককুমার দেDownload
বাংলা উপন্যাসের কালান্তর – সরোজ বন্দোপাধ্যায়Download
বঙ্গসাহিত্যে উপন্যাসের ধারা – শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়Download
বিষয়: বাংলা উপন্যাস – বীরেন চন্দDownload
কালের প্রতিমা (বাংলা উপন্যাসের পঞ্চাশ বছর) – অরুণ কুমার মুখোপাধ্যায়Download
বাংলা সাহিত্যে ঐতিহাসিক উপন্যাস – বিজিতকুমার দত্তDownload
সাহিত্যকোষ: কথাসাহিত্য – অলোক রায়Download
বাংলা কথাসাহিত্য প্রসঙ্গ: গোপিকানাথ রায়চৌধুরীDownload
দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সমকালীন বাংলা কথাসাহিত্য – গোপিকানাথ রায়চৌধুরীDownload
কালের পুত্তলিকা – অরুণকুমার মুখোপাধ্যায়Download
বাংলা সাহিত্যের ছোটগল্প ও গল্পকার – ভূদেব চৌধুরীDownload
বাংলা সাহিত্যে ছোটগল্পের ধারা: উত্তরভাগ – কুমার বন্দ্যোপাধ্যায়Download
সাহিত্যে ছোটগল্প – নারায়ণ গঙ্গোপাধ্যায়Download
বাংলা গল্প বিচিত্রা – নারায়ণ গঙ্গোপাধ্যায়Download
বাংলা ছোটগল্প (১৮৭৩-১৯২৩) – শিশিরকুমার দাশDownload
কবি শ্রীমধুসূদনের বীরাঙ্গনা কাব্য – অমরেন্দ্র গণাইDownload
গীতিকবি শ্রীমধুসূদন – আশুতোষ ভট্টাচার্যDownload
কাব্যসাহিত্যে মাইকেল মধুসূদন দত্ত – কনক বন্দ্যোপাধ্যায়Download
মাইকেল মধুসূদন দত্তের জীবনচরিত – সুখময় মুখোপাধ্যায়Download
মধুসূ্দন: সাহিত্যপ্রতিভা ও শিল্পী-ব্যক্তিত্বDownload
মাইকেল মধুসূদন দত্ত: জীবন ও সাহিত্য – সুখময় মুখোপাধ্যায়Download
মাইকেল মধুসূদন দত্তের জীবনচরিত – যোগীন্দ্রনাথ বসুDownload
মধুসূদনের কবি-আত্মা ও কাব্যশিল্প – ক্ষেত্র গুপ্তDownload
কবি মধুসূদন ও তাঁর পত্রাবলী – ক্ষেত্র গুপ্তDownload
রবীন্দ্রনাথের বলাকা: গতিরাগের কাব্য – সুজয়কুমার মাইতিDownload
বলাকা কাব্য পরিক্রমা – ক্ষিতিমোহন সেনDownload
জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ (১ম খণ্ড)Download
আধুনিক বাংলা কবিতা – হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়Download
রবীন্দ্রনাথ-নজরুল-জীবনানন্দ – ইন্দুভূষণ দাশDownload
কপালকুণ্ডলা – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়Download
কথাসাহিত্যে বঙ্কিমচন্দ্র – সুধাকর চট্টোপাধ্যায়Download
বঙ্কিমচন্দ্র ও উত্তরকাল – প্রমথনাথ বিশীDownload
বঙ্কিমচন্দ্র জীবন ও সাহিত্য: গোপালচন্দ্র রায়Download
রবীন্দ্র উপন্যাস সংগ্রহDownload
রবীন্দ্রবিচিত্রা – প্রমথনাথ বিশীDownload
রবীন্দ্রনাথের উপন্যাস – মনোরঞ্জন জানাDownload
রবীন্দ্রনাথের উপন্যাস – পুলকেশ দে সরকারDownload
কবি – তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়Download
ঔপন্যসিক তারাশঙ্কর – মুক্তি চৌধুরীDownload
তারাশঙ্কর স্মারকগ্রন্থ – ভীষ্মদেব চৌধুরীDownload
সোনার মলাট: তারাশঙ্কর – শ্যামল চক্রবর্তীDownload
তারাশঙ্কর: সমকাল ও উত্তরকালের দৃষ্টিতে – ধ্রুবকুমার মুখোপাধ্যায়Download
তারাশঙ্কর: দেশ-কাল-সাহিত্য – উজ্জ্বলকুমার মজুমদারDownload
তারাশঙ্কর অন্বেষা – সরোজ বন্দ্যোপাধ্যায়Download
ভারতশিল্পী তারাশঙ্কর – জগদীশ ভট্টাচার্যDownload
তারাশঙ্কর – হরপ্রসাদ মিত্রDownload
সধবার একাদশী – দীনবন্ধু মিত্রDownload
দীনবন্ধু মিত্র – সুশীলকুমার দেDownload
দীনবন্ধু মিত্র: কবি ও নাট্যকার – মিহিরকুমার দাসDownload
দীনবন্ধু মিত্র – অজিতকুমার ঘোষDownload
রায় দীনবন্ধু মিত্র বাহাদুরের জীবনী – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়Download
সাজাহান – দ্বিজেন্দ্রলাল রায়Download
দ্বিজেন্দ্রলাল রায়: কবি ও নাট্যকারDownload
দ্বিজেন্দ্রলাল রায় – শ্রীনবকৃষ্ণ ঘোষDownload
উদাসী দ্বিজেন্দ্রলাল – দিলীপকুমার রায়Download
ডাকঘর – রবীন্দ্রনাথ ঠাকুরDownload
রবীন্দ্র নাট্যপ্রবাহ (১ম খণ্ড) – প্রমথনাথ বিশীDownload
রবীন্দ্র নাট্যপ্রবাহ (২য় খণ্ড) – প্রমথনাথ বিশীDownload
রবীন্দ্র নাট্যপরিক্রমা – উপেন্দ্রনাথ ভট্টাচার্যDownload
রবীন্দ্র নাট্য সমীক্ষা – কনক বন্দ্যোপাধ্যায়Download
রবীন্দ্র নাট্য সাহিত্যের ভূমিকা – সাধনকুমার ভট্টাচার্যDownload
রবীন্দ্র-নাট্যকল্পনা: অন্যান্য প্রসঙ্গ – কানাই সামন্তDownload
রবীন্দ্রনাথের রূপকনাট্য – শান্তিকুমার দাশগুপ্তDownload
বাংলা থিয়েটারের ইতিহাস – দর্শন চৌধুরীDownload
রঙ্গমঞ্চ – অমরেন্দ্রনাথ মুখোপাধ্যায়Download
নাট্যভাবনা – অমর বন্দ্যোপাধ্যায়Download
শ্রীরামকৃষ্ণ ও বঙ্গ রঙ্গমঞ্চ – আবুল বারক আলভীDownload
বাংলা পেশাদারি থিয়েটার: একটি ইতিহাসDownload
নাট্যমঞ্চ নাট্যরূপ – পবিত্র সরকারDownload
নাট্যতত্ত্ব বিচার – দুর্গাশঙ্কর মুখোপাধ্যায়Download
রঙ্গালয়ে ত্রিশ বছর – অপরেশচন্দ্র মুখোপাধ্যায়Download
বাংলা সাময়িক পত্র (১ম খণ্ড) – ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়Download
বাংলা সাময়িক পত্র (২য় খণ্ড) – ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়Download
সংবাদপত্রে সেকালের কথা (১ম খণ্ড) -ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়Download
সংবাদপত্রে সেকালের কথা (২য় খণ্ড) -ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়Download
সংবাদপত্রে সেকালের কথা (৩য় খণ্ড) -ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়Download
বাংলা সংবাদপত্র ও বাঙালির নবজাগরণ – পার্থ চট্টোপাধ্যায়Download
রবীন্দ্র নাট্যপ্রবাহ (১ম খণ্ড) – প্রমথনাথ বিশীDownload
রবীন্দ্র নাট্যপ্রবাহ (২য় খণ্ড) – প্রমথনাথ বিশীDownload
রবীন্দ্র নাট্যপরিক্রমা – উপেন্দ্রনাথ ভট্টাচার্যDownload
রবীন্দ্র নাট্য সমীক্ষা – কনক বন্দ্যোপাধ্যায়Download
রবীন্দ্র নাট্য সাহিত্যের ভূমিকা – সাধনকুমার ভট্টাচার্যDownload
রবীন্দ্র-নাট্যকল্পনা: অন্যান্য প্রসঙ্গ – কানাই সামন্তDownload
রবীন্দ্রনাথের রূপকনাট্য – শান্তিকুমার দাশগুপ্তDownload
রবীন্দ্রবিচিত্রা – প্রমথনাথ বিশীDownload
রবীন্দ্রনাথের উপন্যাস – মনোরঞ্জন জানাDownload
রবীন্দ্রনাথের উপন্যাস – পুলকেশ দে সরকারDownload
কবিমানসী (১ম খণ্ড: জীবনভাষ্য) – শ্রীজগদীশ ভট্টাচার্যDownload
কবিমানসী (২য় খণ্ড) – শ্রীজগদীশ ভট্টাচার্যDownload
রবীন্দ্র কবিতাশতক – শ্রীজগদীশ ভট্টাচার্যDownload
রবীন্দ্র কাব্য-পরিক্রমা – উপেন্দ্রনাথ ভট্টাচার্যDownload
রবীন্দ্র কাব্য প্রবাহ – প্রমথনাথ বিশীDownload
রবীন্দ্রনাথ: জীবন ও সাহিত্য -সজনীকান্ত দাশDownload
রবীন্দ্র সৃষ্টি-সমীক্ষা – শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়Download
রবীন্দ্র-মণীষা – অরুণকুমার মুখোপাধ্যায়Download
রবীন্দ্র সাহিত্যের ভূমিকা – নীহাররঞ্জন রায়Download
কবিগুরু – অমূল্যধন মুখোপাধ্যায়Download
রবি-প্রদক্ষিণ – চারুচন্দ্র ভট্টাচার্যDownload
কবি রবীন্দ্রনাথ ও রবীন্দ্রকাব্য – মোহিতলাল মজুমদারDownload
রবীন্দ্র-স্মরণী – প্রমথনাথ বিশীDownload
রবি-রশ্মি (১ম) – চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়Download
রবি-রশ্মি (২য়) – চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়Download
প্রকৃতির কবি রবীন্দ্রনাথ – অমিয়কুমার সেনDownload
বাংলা ভাষাতত্ত্বের ভূমিকা – সুনীতিকুমার চট্টোপাধ্যায়Download
বাংলা ভাষাপ্রসঙ্গে – সুনীতিকুমার চট্টোপাধ্যায়Download
ভাষা-প্রকাশ বাংলা ব্যাকরণ – সুনীতিকুমার চট্টোপাধ্যায়Download
সাধারণ ভাষাবিজ্ঞান ও বাংলা ভাষা – রামেশ্বর শDownload
ভাষার ইতিবৃত্ত – সুকুমার সেনDownload
ভারতের ভাষা ও ভাষা-সমস্যা – সুনীতিকুমার চট্টোপাধ্যায়Download

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!