মনসামঙ্গল কাব্যধারায় ষষ্ঠীবর দত্তের কৃতিত্ব আলোচনা কর।
ষষ্ঠীবর দত্ত
অষ্টাদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে পূর্ববঙ্গের মনসামঙ্গল কাব্যধারার বিশিষ্ট কবি ষষ্ঠীবর দত্ত। তিনি শ্রীহট্ট জেলার অধিবাসী ছিলেন। তাঁর একাধিক পুঁথি মুদ্রিত হয়ে শ্রীহট্ট থেকে প্রকাশিত হয়েছে। সেগুলির মধ্যে ১৩৩২ সালে শ্রীহট্ট থেকে বিরজাকান্ত ঘোষ সম্পাদিত কবি ষষ্ঠীবরের ‘পদ্মপুরাণ’ ও ১৩৪৩ সালে শ্রীহট্ট থেকে ফণীন্দ্রচন্দ্র দাস ও গিরিশচন্দ্র দাস সম্পাদিত ষষ্ঠীবরের ‘পদ্মাপুরাণ’ বিশেষ উল্লেখযোগ্য। ষষ্ঠীবরের উপাধি ছিল গুণরাজ খাঁ। তাঁর কাব্যের ভণিতায় পাওয়া যায়— “ভণে গুণরাজ খানে কাজীর বড়াই।’’ রজনীমোহন চক্রবর্তী সম্পাদিত ‘বাইশ কবির মনসামঙ্গলে’ ষষ্ঠীবরের কতকগুলি পদ পাওয়া যায়।
ষষ্ঠীবরের কাব্য তিনখণ্ডে বিভক্ত— দেবখণ্ড, বাণিজ্যখণ্ড ও স্বর্গারোহণ খণ্ড। দেবখণ্ড ‘গরুড়পুরাণ’, শিবপুরাণ, মহাভারতের আদি পর্বান্তৰ্গত ‘আস্তিকপর্ব অন্যান্য লৌকিক কাহিনি নির্ভর রচনা। বাণিজ্যখণ্ডে বিষয়ের দিক দিয়ে কোন বৈচিত্র্য নাই। পদ্ম পুরাণের গতানুগতিক কাহিনিই এই কাব্যে বর্ণিত হয়েছে। এক করুণ রূপকের ভিতর দিয়ে কবি কাব্যের কাহিনির সমাপ্তি রচনা করেছেন।
১. বাংলা মঙ্গলকাব্যের ইতিহাস: আশুতোষ ভট্টাচার্য
২. বাংলা সাহিত্যের ইতিবৃত্ত: অসিত কুমার বন্দ্যোপাধ্যায়
৩. বাঙ্গালা সাহিত্যের ইতিহাস: সুকুমার সেন
Leave a Reply