সন্দেহ অলংকারের সংজ্ঞাসহ উদাহরণ দাও।
সন্দেহ
যে সাদৃশ্যমূলক অলংকারে উপমেয় ও উপমান উভয় পক্ষেই সমান সংশয় থাকে, তাকে সন্দেহ অলংকার বলে। এই অলংকারে উপমেয় সত্য না উপমান সত্য সে বিষয়ে কবি সংশয় সৃষ্টির মাধ্যমে দুই বিজাতীয় বস্তুর মধ্যে সাদৃশ্য কল্পনা করেন। এই অলংকারের বাক্য হয় সাধারণত প্রশ্নবাচক।
উদাহরণ:
সোনার হাতে সোনার চুড়ি, কে কার অলংকার?
ব্যাখ্যা: এখানে উপমেয়— সোনার হাত, উপমান— সোনার চুড়ি। সোনার হাতে সোনার চুড়ি অলংকার হতে পারে, আবার সোনার চুড়ির পক্ষে সোনার হাত অলংকার হতে পারে। উপমেয় ও উপমান উভয়পক্ষেই সমান সংশয় দেখা দিয়েছে বলে এটি সন্দেহ অলংকার।
Leave a Reply