সার অলংকারের সংজ্ঞাসহ উদাহরণ দাও।
সার
বস্তুর উত্তরোত্তর উৎকর্ষের নাম সার। অলংকারসর্বস্বে এটির নাম উদার অলংকার।
উদাহরণ: রাজ্যে সার বসুন্ধরা, বসুন্ধরায় নগরী, নগরীতে শয্যা, শয্যায় কামনাময়ী সুন্দরী তরুণী।
ব্যাখ্যা: দেখা যাচ্ছে চরম উৎকর্ষ অর্থাৎ সকলের সার ‘কামনাময়ী সুন্দরী তরুণী’ এবং এইখানেই তার মাধুর্য।
Leave a Reply