//
//

একাবলী কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি উদাহরণসহ আলোচনা কর।

একাবলী

একাবলীতে প্রতি চরণে এগারো মাত্রা থাকে। প্রতি চরণে দু-টি পর্ব, ও অন্ত্যমিল থাকে। পর্বগুলি হয় ৬+৫ বা ৮+৩ মাত্রার।

(১) দুখিনীর দিন | দুখেতে গেল ৬+৫

মথুরা নগরে | ছিলে তো ভাল। ৬+৫

(২) বড়র পিরীতি | বালির বাঁধ ৬+৫

ক্ষণে হাতে দড়ি । ক্ষণেকে চাঁদ ৬+৫

(৩) সভাস্থলে নরপতি | আসিয়া। ৬+৩

মন্ত্রীবরে কহিলেন | হাসিয়া। ৬+৩

(৪) বড়র পিরীতি | বালির বাঁধ ৬+৫

ক্ষণে হাতে দড়ি । ক্ষণেকে চাঁদ ৬+৫

দীর্ঘ একাবলী

এই ছন্দে মোট মাত্রা বারো। প্রতি চরণ সাধারণত ৬+৬ হয়ে থাকে। অন্ত্যমিল থাকে।

(১) প্রভু বুদ্ধ লাগি | আমি ভিক্ষা মাগি ৬+৬

ওগো পুরবাসী। কে রয়েছে জাগি। ৬+৬

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!