শিবায়ন কাব্যের কবি শঙ্কর কবিচন্দ্রের পরিচয় দাও।
শঙ্কর কবিচন্দ্র
সপ্তদশ শতাব্দীতে শিবায়নের খ্যাতিমান কবি হলেন শঙ্কর কবিচন্দ্র। কবির জন্ম বাঁকুড়ার বিষ্ণুপুরে এক ব্রাহ্মণ বংশে। ১৬৮০ খ্রিস্টাব্দে তাঁর শিবায়ন কাব্য রচিত। বিষ্ণুপুররাজ গোপাল সিংহের সভাকবি ছিলেন কবি। শিবায়ন ছাড়াও শঙ্করচন্দ্র ভাগবতের ভাবানুবাদ, রামায়ণ পাঁচালী ও সংক্ষিপ্ত মহাভারত পাঁচালী প্রভৃতি রচনা করে প্রশংসা লাভ করেছিলেন। এই পালায় কবি লৌকিক আদর্শকে গ্রহণ করেছে। বাঙ্গিনীবেশিনী দেবীর বর্ণনা বাস্তব রূপ পেয়েছে এই পালায়। যেমন—
সাক্ষাতে হইলা মাতা বাগদিনি বেশ।
সই সই বলি প্রভু হাসে ব্যোমকেশ।।
বিরলে শিবের সঙ্গে বঞ্চিলেন নিশা।
দেখিতে দেখিতে মূর্তি হইল সুবেশা।।
কবি রামেশ্বরও শঙ্কর কবিচন্দ্রের বর্ণিত এই পালার দ্বারা প্রভাবিত হয়েছিলেন।
Leave a Reply