//
//

একাবলী অলংকারের সংজ্ঞাসহ উদাহরণ দাও।

একাবলী

উত্তরোত্তর প্রযুক্ত বিশেষ্য যদি পূর্ব-পূর্ব পদের বিশেষণ হয়ে দাঁড়ায় অথবা পূর্ব-পূর্ব প্রযুক্ত বিশেষ্য যদি উত্তরোত্তর পদের বিশেষণ হয়ে দাঁড়ায়, তাহলে হয় একাবলী অলংকার। বিশেষণ হওয়া মানে বিশেষভাবাপন্ন হওয়া।

উদাহরণ:

গাছে গাছে ফুল, ফুলে ফুলে ওলি

সুন্দর ধরাতল।

ব্যাখ্যা: এখানে পূর্ববর্তী বিশেষ্য ফুল পরবর্তী ওলির বিশেষণ হয়েছে। ফুল, ওলির বিশেষণ হয়েছে বলার তাৎপর্য এই যে ফুল-সংযোগে অলি বিশিষ্ট হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!