//
//

কাব্যলিঙ্গ অলংকারের সংজ্ঞাসহ উদাহরণ দাও।

কাব্যলিঙ্গ

যেখানে কোনো বাক্য বা পদের অর্থকে ব্যঞ্জনা দ্বারা কোনো বর্ণনীয় বিষয়ের কারণস্বরূপে দেখানো হয়। সেখানে হয় কাব্যলিঙ্গ অলংকার। কাব্যলিঙ্গকে হেতু অলংকারও বলা হয়।

উদাহরণ:

যথা পদার্পণ তুমি কর, মধুমতি,

কেন না হইবে সুখী সর্বজন তথা,

জগৎ-আনন্দ তুমি।

ব্যাখ্যা: তুমি = সীতা। উক্তিটি সরমার। সীতার পদার্পণে সর্বত্র সকলের সুখী হওয়ার হেতু ‘জগৎ-আনন্দ তুমি’ এই বাক্যটি দ্বারা দ্যোতিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!