//
//

স্বভাবোক্তি অলংকারের সংজ্ঞাসহ উদাহরণ দাও।

স্বভাবোক্তি

বস্তুস্বভাবের যথাযথ অথচ সূক্ষ্ম এবং চমৎকার বর্ণনার নাম স্বভাবোক্তি। ‘সূক্ষ্ম’ এবং ‘চমৎকার’ বিশেষণ দুটিও চমৎকার।

উদাহরণ:

লাঙ্গুলতাড়িত করি, ক্ষিতিতল নখে বিদারিয়া

সঙ্কুচিত করি দেহ, শূন্যতলে দ্রুত উলম্ফিয়া,

হুঙ্কারে কাঁপায়ে দিশি, সর্বজীবে করি ভয়াকুল,

প্রবেশিল বনমাঝে রক্তচক্ষু ক্রুদ্ধ সে শার্দুল।

ব্যাখ্যা: ক্রুদ্ধ ব্যাঘ্রের অকৃত্রিম কার্যাবলির (স্বভাবের) সূক্ষ্ম অথচ চমৎকার বর্ণনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!