রঙ্গমঞ্চের ইতিহাসে হোয়েলার প্লেস থিয়েটারের অবদান আলোচনা কর।
হোয়েলার প্লেস থিয়েটার
উদ্বোধন: ২১ ফেব্রুয়ারি, ১৭৯৭
স্থায়িত্বকাল: ১৭৯৭-১৭৯৮
নাটক: দি ড্রামাটিস্ট
হেষ্টিংসের কাউন্সিলের নামী সদস্য এডওয়ার্ড হোয়েলারের নামে রাস্তা ছিল হোয়েলার প্লেস। সে রাস্তা এখন নিশ্চিহ্ন। সেই রাস্তায় এই থিয়েটারটি ছিল বলে এর নাম রাখা হয় হোয়েলার প্লেস থিয়েটার।
অভিজাত ইউরোপীয়ানদের জন্য এই রঙ্গালয় প্রতিষ্ঠা করা হয়। সাধারণ দর্শকের প্রবেশাধিকার ছিল না। প্রবেশমূল্য ছিল এক মোহর। এর আগের ক্যালকাটা থিয়েটার দীর্ঘদিন চলার পর খুবই দুরবস্থায় পড়ে। তখন এই রঙ্গালয়টি প্রতিষ্ঠিত হয়। দুই রঙ্গালয়ের প্রতিযোগিতা চলে। শেষ পর্যন্ত হোয়েলার প্লেস থিয়েটার এক বছরের মধ্যে বন্ধ হয়ে যায়। এখানেও টিকে থাকার কারণে ‘Subscription’ প্রথা চালু করতে হয়। দর্শনীয় মূল্যও কমানো হয়।
মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ১৭৯৭ খ্রিস্টাব্দে ‘দি ড্রামাটিস্ট’ প্রহসন দিয়ে এই রঙ্গমঞ্চের উদ্বোধন হয়। তারপর অভিনীত হয়—সেন্ট প্যাট্রিকস ডে, থ্রি উইকস আফটার ম্যারেজ, ক্যাথেবিন অ্যান্ড প্যাট্রিসিও, দি মোগল টেল, দি মাইনর, আইরিশম্যান ইন লন্ডা, দি ডেফ লাভার, দি লায়ার, দি ক্রিটিক, এ্যাপ্রেন্টিস প্রভৃতি নাটক অপেরা প্রহসন।
স্বল্পকালস্থায়ী গতানুগতিক অভিনয়ধারায় এই রঙ্গালয়টি ১৭৯৮ খ্রিস্টাব্দে বন্ধ হয়ে যায়।
Leave a Reply