মনসামঙ্গলের আদি কবি কানাহরি দত্তের কৃতিত্ব আলোচনা কর।
কানা হরিদত্ত
মনসামঙ্গলের আদি কবি কানা হরিদত্ত। বিজয়গুপ্ত এই কবি সম্পর্কে বলেছেন— ‘প্রথমে রচিল গীত কানা হরিদত্ত।’ কোন কোন সমালোচকের মতে, হরিদত্ত খ্রিস্ট্রীয় চতুর্দশ শতাব্দীর শেষভাগেই বর্তমান ছিলেন। কবি পূর্ববঙ্গের অধিবাসী ছিলেন। তিনি পণ্ডিত ব্যক্তি ছিলেন। দীনেশচন্দ্র সেন ‘পদ্মর সর্পসজ্জা’ শীর্ষক কয়েকটি ছত্রে কানা হরিদত্তের রচনা বলে উল্লেখ করেছেন। মনসামঙ্গলের অশ্রুসজল কাহিনি নিয়ে কাব্য রচনার প্রথম গৌরব কানা হরিদত্তের। কানা হরিদত্তের গ্রন্থের দু-একটি পৃষ্ঠা ছাড়া কোন সম্পূর্ণ পুঁথি এ পর্যন্ত আবিষ্কৃত না হওয়ায় কবির পরিচয় ও আবির্ভাবকাল এখনও রহস্যাবৃত।
তথ্যসূত্র:
১. বাংলা সাহিত্যের ইতিবৃত্ত: অসিত কুমার বন্দ্যোপাধ্যায়
২. বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত্ত: অসিত কুমার বন্দ্যোপাধ্যায়
৩. বাংলা মঙ্গলকাব্যের ইতিহাস: আশুতোষ ভট্টাচার্য
৪. বাঙলা সাহিত্যের রূপরেখা: গোপাল হালদার
৫. বাঙ্গালা সাহিত্যের ইতিহাস: সুকুমার সেন
Leave a Reply