//
//

আক্ষেপ অলংকারের সংজ্ঞাসহ উদাহরণ দাও।

আক্ষেপ

যে কথাটি বলার ইচ্ছা, বিশেষ এক উদ্দেশ্যসাধনের অভিপ্রায়ে তার ওপর নিষেধাভাস করলে অলংকার হয় আক্ষেপ। ‘আক্ষেপ’ কথার অর্থ হলো ব্যঞ্জনা। নিষেধাভাস দুই রকমের হয়—

উক্তবিষয়ক আক্ষেপ

যা বলা হয়েছে তার ওপর আক্ষেপ হলে হয় উক্তবিষয়ক আক্ষেপ।

উদাহরণ:

তুমি চলে গেলে বেশিদিন মোর রবে না বিরহব্যথা।

যেতেই হয় তো যাও, প্রিয়তম, ভেবো না সে সব কথা।

ব্যাখ্যা: ‘ভেবো না সে সব কথায়’ যে নিষেধটি রয়েছে সে শুধু ‘ত্রবেশিদিন মোর রবে না বিরহব্যথা’-র তাৎপর্যটুকুর সম্বন্ধে প্রিয়তমকে বেশি করে ভাবিয়ে তুলতে গেলে প্রিয়ার যদি, বলতে নাই, ভালোমন্দ কিছু হয়, দুদিন পরে না হয় যাওয়া যাবে, ইত্যাকার ব্যাপার।

বক্ষ্যমাণবিষয়ক আক্ষেপ

যা বলা হবে তার তার ওপর আক্ষেপ হলে হয় বক্ষ্যমাণবিষয়ক আক্ষেপ।

উদাহরণ:                                                

ক্ষুব্ধ এ হিয়া শান্ত করিয়া

একটি বেদনা জানাইতে শুধু চাই;

ওগো ফিরে চাও ক্ষণেক দাঁড়াও

না, না চলে যাও, পাষাণের কাছে জানাবার কিছু নাই।

জানাবে স্থির করে প্রিয়তমকে সানুনয়ে ক্ষণকাল অপেক্ষা করতে বলে পরক্ষণেই ‘জানাবার কিছু নাই’ বলে তাকে বিদায় দেওয়ায় যা পরিষ্ফুট হয়ে উঠল, তা নায়িকার দুর্বার অভিমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!