বাংলা রঙ্গমঞ্চের ইতিহাসে ইউনিক থিয়েটারের অবদান আলোচনা কর।
ইউনিক থিয়েটার
(১৯০৩)
বিডন স্ট্রিটের বেঙ্গল থিয়েটার বাড়ি লীজ নিয়ে গিরিমোহন মল্লিক ইউনিক থিয়েটার প্রতিষ্ঠা করেন। সতীশ চট্টোপাধ্যায় ছিলেন ম্যানেজার। স্টেজ ম্যানেজার ধর্মদাস সুর। পুরনো কিছু শিল্পী নিয়ে নাট্যদল তৈরি হলো। দানীবাবু, চুনীলালদেব, তারাসুন্দরী, সুশীলাবালা, ক্ষেত্রমোহন মিত্র, শরৎ বন্দ্যোপাধ্যায় এদের দলে রইলেন। উদ্বোধন হলো ১৯৩০-এর ৬ জুন। সতীশ চট্টোপাধ্যায়ের নাটক ‘রত্নমালা’ অভিনীত হলো।
মোট আটমাস স্থায়ী এই রঙ্গমঞ্চে নানা ধরনের নাটক, গীতিনাট্য, পঞ্চরং, প্রহসন অভিনীত হয়েছিল। ঐতিহাসিক, সামাজিক, পৌরাণিক সব বিষয়ের নাটকই এখানে অভিনীত হয়। অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য নাটক হলো—বিবাহ বিভ্রাট ও তরুবালা (অমৃতলাল)। আবু হোসেন, বিদ্বমঙ্গল, জনা, নলদময়ন্তী (গিরিশচন্দ্র)। রত্নমালা, নতুনবাবু, জাহানারা (সতীশ চট্টোপাধ্যায়)। আলিবাবা (ক্ষীরোদপ্রসাদ)। তারাবাঈ (দ্বিজেন্দ্রলাল)।
১৮ই নভেম্বর, ১৯০৩ নলদময়ন্তী ও আলিবাবার অভিনয়ের সময় থেকে ম্যানেজার সতীশচন্দ্র চলে যান, অংশীদার ও ম্যানেজার হলেন দানীবাবু ও চুনীলাল দেব। তবে আর বেশীদিন ইউনিক চলেনি। সতীশ চট্টোপাধ্যায়ের ‘জাহানারা’ নাটকই এখানে শেষ অভিনয়। তারপরেই ইউনিক বন্ধ হয়ে যায়। স্বত্ব বিক্রি করে মালিকেরা এবং শিল্পীরাও স্থানান্তরে যোগ দেন।
একেবারেই ক্ষণস্থায়ী ইউনিক থিয়েটারের কোনোদিক দিয়েই কোনোরকম উল্লেখযোগ্য ভূমিকা নেই।
Leave a Reply