ধর্মমঙ্গলের কবি রামদাস আদকের পরিচয় দাও।
রামদাস আদক
রামদাসের কাব্যের নাম ‘অনাদিমঙ্গল’। ইনি সপ্তদশ শতাব্দীর কবি। তাঁর কাব্যে গ্রথিত আত্মবিবরণী থেকে জানা যায় ভুরসুট পরগনার রাজা প্রতাপনারায়ণের (কবি ভারতচন্দ্রের পূর্বপুরুষ) রাজত্বের অন্তর্ভুক্ত আরামবাগের কাছাকাছি হায়াপুর গ্রামে কবি রামদাসের জন্ম। কবি জাতিতে কৈবর্ত হলেও পেশায় ছিলেন কৃষিজীবী। ১৫৮৪ শকাব্দে বা ১৬৬২ খ্রিস্টাব্দে কবির কাব্য সমাপ্ত হয়।
কবির কবিত্বশক্তি প্রশংসনীয়। কাহিনি বয়নে, চরিত্র সৃষ্টিতে রচনা কৌশলের আধুনিকতায়, পৌরাণিক প্রসঙ্গের বর্ণনায় ও মার্জিত রুচির পরিচয়দানে কবি রামদাসের কৃতিত্ব যথেষ্ট। তাঁর কাব্যের বাগ্রীতি বেশ উজ্জ্বল। যেমন—
যুবক স্বামীর কথা পীযুষের কণ।
বৃদ্ধ সোয়ামীর কথা ছেঁচা ঘায়ে নুন।।
তথ্যসূত্র:
১. বাংলা মঙ্গলকাব্যের ইতিহাস: আশুতোষ ভট্টাচার্য
২. বাংলা সাহিত্যের ইতিবৃত্ত: অসিত কুমার বন্দ্যোপাধ্যায়
৩. বাঙ্গালা সাহিত্যের ইতিহাস: সুকুমার সেন
Leave a Reply