প্যারীমোহন বসুর জোড়াসাঁকো নাট্যশালার অবদান আলোচনা কর।
প্যারীমোহন বসুর জোড়াসাঁকো থিয়েটার
নবীন বসুর ভ্রাতুস্পুত্র প্যারীমোহন বসু তাঁর জোড়াসাঁকোর বাড়িতে জোড়াসাঁকো থিয়েটার প্রতিষ্ঠা করেন, ১৮৫৪ খ্রিস্টাব্দে। প্রসন্নকুমার ঠাকুরের হিন্দু থিয়েটারের মতো এখানেও ইংরেজি নাটকের অভিনয় মূল ইংরেজি ভাষাতেই অভিনয় করা হয়। ওরিয়েন্টাল থিয়েটার-এর মতোই এই থিয়েটার বেশ বড়োভাবে উদ্যোগ আয়োজন করে ইংরেজি নাটকাভিনয়ের।
১৮৫৪ খ্রিস্টাব্দের ৩ মে এখানে শেক্সপীয়রের জুলিয়াস সীজার নাটকের অভিনয় করে। অভিনয়ের দিন নাট্যশালাটি খুব সুন্দরভাবে সাজানো হয়। চারশো দর্শক উপস্থিত ছিল। জুলিয়াস সীজারের ভূমিকায় অনবদ্য অভিনয় করেন মহেন্দ্রনাথ বসু। ব্রুটাস—কৃষ্ণধন দত্ত। কেসিয়াস—যদুনাথ চট্টোপাধ্যায়। সবার অভিনয় যে ভালো হয়নি, তা সংবাদপত্রে উল্লেখ করা হয়েছিল।
মঞ্চ, দৃশ্যপট-অঙ্কন, সাজসজ্জা ও রঙ্গালয়ের অন্যান্য ব্যবস্থা ও বন্দোবস্ত খুব সুন্দর হয়েছিল।
১৮৫৪ খ্রিস্টাব্দে হিন্দু পেট্রিয়ট পত্রিকা আবার বাঙালিদের বাংলা নাটক অভিনয় করবার জন্য অনুরোধ জানায়।
Leave a Reply