বিরোধমূলক অলংকারের সংজ্ঞাসহ শ্রেণিবিভাগ কর।
বিরোধমূলক অর্থালংকার
দুটি বস্তুর আপাত বিরোধকে অবলম্বন করে যে প্রকৃতির অলংকার গড়ে ওঠে, তাকে বিরোধমূলক অর্থালংকার বলে।
উদাহরণ:
অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময়
লভিব মুক্তির স্বাদ।
এই কথাটি আপাত বিরোধমূলক। অসংখ্য বন্ধনের মধ্যে মুক্তির স্বাদ নেওয়া অর্থাৎ মানুষ-মানুষে ভালবাসার বন্ধন। এই বন্ধন শৃঙ্খল নয়—মুক্তি। তাই আপাতভাবে বিরোধ থাকলেও এটি বিরোধমূলক অলংকার।
বিরোধমূলক অলংকারের শ্রেণিবিভাগ
বিরোধমূলক অলংকারকে পাঁচটি ভাগে ভাগ করা যায়— বিরোধাভাস, বিশেষোক্তি, বিভাবনা, অসঙ্গতি, বিষম।
Leave a Reply