সমাসোক্তি অলংকারের সংজ্ঞাসহ শ্রেণিবিভাগ কর।
সমাসোক্তি
সমাসোক্তি— সমাস + উক্তি। ‘সমাস’ শব্দের অর্থ সংক্ষেপ। সমাসোক্তি কথাটির আক্ষরিক অর্থ তাই— সংক্ষিপ্ত উক্তি। এর সংজ্ঞায় বলা যায়— যে সাদৃশ্যমূলক অলংকারে উপমেয়র ওপর উপমানের ব্যবহার আরোপ করা হয়, কিন্তু উপমানের উল্লেখ থাকে না, তাকে সমাসোক্তি অলংকার বলে।
উদাহরণ:
শুনিতেছি আজো আমি প্রাতে উঠিয়াই,
‘আয়, আয়’ কাঁদিতেছে তেমনি সানাই।
ব্যাখ্যা: ‘আয়, আয়’ বলে কাঁদা মানুষের ধর্ম (উপমান) এবং সেই ধর্ম সানাইতে (উপমেয়) আরোপিত। সানাইয়ের উপর মানুষের ধর্ম আরোপিত হওয়ায় এখানে সমাসোক্তি অলংকার হয়েছে।
Leave a Reply